menu logo
amar pet logo
বিড়ালের ভ্যাকসিন: এটি কী, কেন প্রয়োজন এবং কখন দেবেন?

বিড়ালের ভ্যাকসিন: এটি কী, কেন প্রয়োজন এবং কখন দেবেন?

বিড়ালের ভ্যাকসিন হলো আপনার প্রিয় পেটের সুস্থতা ও দীর্ঘায়ু নিশ্চিত করার একটি অপরিহার্য উপায়। এই গাইডে বিড়ালের ভ্যাকসিন সম্পর্কে জানুন, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কখন ভ্যাকসিন দিতে হবে।

user-profile

Tanvir Chowdhury

Writer

PUBLISHED ONSep 26, 2024

বিড়ালের সুস্থ ভাবে দীর্ঘদিন বাঁচার জন্য তাকে যে টিকা দেয়া হয়ে থাকে সেটাকেই বিড়ালের ভ্যক্সিন বলে থাকে। বিড়ালের কিছু রোগ আছে যা মানুষের মাঝে সংক্রমণ ঘটায় যেমন র‍্যাবিস, এ ধরনের রোগ থেকে আপনার বিড়াল ও নিজেদের সুস্থ রাখতে বিড়ালের ভ্যাক্সিনেশন করানো উচিৎ। 

বিড়ালের সাধারণত দুই ধরনের ভ্যাক্সিন দেয়া হয়ে থাকে- FVRCP ও Rabies এর টিকা। 

আপনার বিড়াল'কে কেন ভ্যাক্সিন দিবেন? 

বিড়ালের জন্য ভ্যাক্সিন অনেক জরুরী। আমাদের আদরের বিড়ালের কোন রোগ হোক আমরা তা চাই না । আবার বিড়াল থেকে আমাদের রোগ ছড়াক বা আমরা অসুস্থ হই তাও কারও কাম্য নয়। বিড়ালের কিছু মারাত্মক রোগ হয়ে থাকে যা টিকা না দেয়া হয়ে থাকলে দের মৃত্যু পর্যন্ত হতে পারে । তাই আমাদের সময় মত তাদের ভ্যাক্সিনেশন করানো উচিৎ। 

কখন ভ্যাক্সিন দিবো? 

বিড়ালের বয়স ২ থেকে ৩ মাস হলেই vaccine দেওয়ার নিয়ম। তবে ৪ মাস বয়সেও ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া যায়। প্রথম বার vaccine দেওয়ার ১ বছর (টিকাভেদে মেয়াদ কম বেশি হতে পারে) পর পর বুস্টার ডোজ দিতে হয়।

আপনার বিড়ালের বয়স যদি ৪ মাসের বেশি হয় তবে টিকা দেওয়া যাবে কিনা জানতে ভ্যাটেনারি ডাক্তারের পরামর্শ নিন।

বিড়াল ছানাদের কিটেন ক্যাটফুড কিনতে ভিজিট করুন www.amarpet.com 

বিড়ালের ভ্যাক্সিন 

বিড়ালদের রোগ প্রতিরোধ করার জন্য অনেক ধরনের ভ্যাকসিন রয়েছে, বর্তমানে আমাদের দেশে ৩

টি ভ্যাকসিন বেশি দেওয়া হয়ে থাকে।

১. NOBIVAC Feline 1-HCPCh

Nobivac vaccine বিড়ালকে ৪টি ভাইরাস, ব্যাকটেরিয়াজনিত প্রাণনাশক রোগ থেকে সুরক্ষিত রাখে। এই vaccine বাংলাদেশে সহজলভ্য এবং বিড়ালের জন্য খুবই উপকারী।

এই vaccine যেসব রোগ প্রতিরোধ করে –

  • Feline Calicivirus (FCV) (cat flu /বিড়ালের জ্বর 
  • Feline Rhinotracheitis (নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা)
  • Feline Panleukopenia (FPV)
  • Feline Chlamydophila

২. RABISIN 

জলাতঙ্ক বিড়ালের একটি মারাত্মক এবং প্রানঘাতী সংক্রামক রোগ। Rabisin vaccine বিড়ালকে জলাতঙ্ক (rabies) রোগ থেকে রক্ষা করে।এটি ৩বছর, ১বছর, ৬মাস বিভিন্ন মেয়াদী হয়ে থাকে

৩. QUADRICAT

Quadricat vaccine বিড়ালকে calicivirus , rhinotracheitis, panleukopenia এবং rabies থেকে রক্ষা করে।

বিড়ালের ভ্যাক্সিনের দাম কত এবং কোথায় পাব ? 

প্রায় সব Vet-ই vaccine দিয়ে থাকেন। আপনার পরিচিত কোন Vet এর কাছে অথবা আপনার নিকটস্থ Vet এর ঠিকানা খুঁজে টিকা দেওয়ার জন্য নিয়ে যেতে পারেন। সবধরনের vaccine এর মূল্য একরকম নয়। বিভিন্ন Vet বিভিন্ন রকম দাম নির্ধারণ করে থাকেন। নিচে এর মূল্য তালিকা দেওয়া হল–

Nobivac : ১০০০-১৫০০টাকা

Rabisin : ৩০০-৫০০টাকা

Quadricat : ১০০০-১৫০০টাকা

বিঃদ্রঃ মূল্য তালিকা শুধুমাত্র ধারনা দেয়ার জন্য। এটা VET to VET পরিবর্তন হতে পারে।

ভ্যাক্সিনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি?

বেশির ভাগ বিড়ালের'ই কোন রকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে সাইড ইফেক্ট হয়। এজন্য আপনার বিড়াল কে ভ্যাক্সিনেশন করানোর পরবর্তী কিছু সময় আপনি এ ব্যাপারে সতর্ক থাকবেন। কোন রকম অস্বাভাবিক কিছু দেখা মাত্র ভেটের শরণাপন্ন হবেন। বিড়ালের কিছু কমন সাইড ইফেক্ট নিচে উল্লেখ করা হলোঃ 

১. জ্বর 

২.বমি 

৩.অরুচি 

৪.ডায়েরিয়া  

ক্যাট প্যারেন্টদের কাছে বিড়াল তাদের পরিবারের একজন খুদে সদস্য। আপনার বিড়ালের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে নিয়মিত তাকে প্রতিবছর ভ্যাক্সিনেশন করানো অত্যন্ত জরুরী। প্রতবছর ফ্লু হয়ে অসংখ্য বিড়াল মারা যায়। আমাদের একটু অসচেতনতা যেন একটি প্রাণ কেড়ে না নেয় তাই আমাদের এই ব্যাপারে অনেক সতর্ক থাকা দরকার। নিয়মিত ভ্যাক্সিনেশনের মাধ্যমে আমরা আমাদের পরিবারের খুদে সদস্যের যত্ন নেই।  

বিড়ালের সকল প্রয়োজনীয় জিনিস কিনতে ভিজিট করুন www.amarpet.com 

 

Share

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2024 All Rights Reserved