Share
বিড়ালের সুস্থতা বজায় রাখতে নিয়মিত ভ্যাক্সিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত বিড়ালের জন্য দুটি প্রধান টিকা—FVRCP ও Rabies—দেওয়া হয়। ঢাকায় বিভিন্ন ভেটেরিনারি ক্লিনিকে এই ভ্যাক্সিন পাওয়া যায়। বিড়ালের বয়স ২ থেকে ৪ মাস হলেই টিকা দেওয়ার নিয়ম, এবং নিয়মিত বুস্টার ডোজও প্রয়োজন। ভ্যাক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে জ্বর, বমি, অরুচি এবং ডায়েরিয়ার মত সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক সময়ে ভ্যাক্সিনেশন নিশ্চিত করতে পশুচিকিৎসকের সাথে যোগাযোগ জরুরি।
Tanvir Chowdhury
Writer
PUBLISHED ONOct 27, 2024
বিড়ালের ভ্যাক্সিন মূলত ভেটের কাছে কিংবা পশু হাসপাতালে পাওয়া যায়। প্রায় সব Vet-ই vaccine দিয়ে থাকেন। আপনার পরিচিত কোন Vet এর কাছে অথবা আপনার নিকটস্থ Vet এর ঠিকানা খুঁজে টিকা দেওয়ার জন্য নিয়ে যেতে পারেন। সবধরনের vaccine এর মূল্য একরকম নয়। বিভিন্ন Vet বিভিন্ন রকম দাম নির্ধারণ করে থাকেন।নিচে ভ্যাক্সিন দিয়ে থাকে ঢাকায় অবস্থিত এমন কিছু ভেটের ঠিকানা দেয়া হলোঃ
1. Teaching & Training Pet Hospital and Research Center.
Address:Plot# 5B, Road # 114, Sector # 18, Purbachal New Town, Dhaka, Bangladesh.
2. AniMedCare | এনিমেডকেয়ার
Address: House 03, Floor 01, Road 08 Baridhara J Block, Dhaka 1212
3. Bd Pet Care
Address: Ka-1/1 Bashundhara Road, Dhaka 1229 Bashundhara Road, Dhaka 1229 Opposite to jamuna future Park pocket Gate Al-Arabian Cake & Sweets r 3rd floor, Dhaka 1229
4. Biswas Veterinary Clinic
Address: TA - 131, 109 Gulshan Badda Link Road, Dhaka 1212
5. Obhoyaronno( অভয়ারণ্য )- Bangladesh Animal Welfare Foundation.(better for dog)
Address: icddrb building and mohakhali bus stand er middle building,mohakhali
6. Care & Cure Veterinary Clinic,dhanmondi.
Address: 28 Rd No. 7, Dhaka 1205
7. AKS Animal care center .
Address: House 13/1, Road 12, Baridhara, DHaka 1212.
বিড়ালের সুস্থ ভাবে দীর্ঘদিন বাঁচার জন্য তাকে যে টিকা দেয়া হয়ে থাকে সেটাকেই বিড়ালের ভ্যক্সিন বলে থাকে। বিড়ালের কিছু রোগ আছে যা মানুষের মাঝে সংক্রমণ ঘটায় যেমন র্যাবিস, এ ধরনের রোগ থেকে আপনার বিড়াল ও নিজেদের সুস্থ রাখতে বিড়ালের ভ্যাক্সিনেশন করানো উচিৎ।
বিড়ালের সাধারণত দুই ধরনের ভ্যাক্সিন দেয়া হয়ে থাকে- FVRCP ও Rabies এর টিকা।
বিড়ালের জন্য ভ্যাক্সিন অনেক জরুরী। আমাদের আদরের বিড়ালের কোন রোগ হোক আমরা তা চাই না । আবার বিড়াল থেকে আমাদের রোগ ছড়াক বা আমরা অসুস্থ হই তাও কারও কাম্য নয়। বিড়ালের কিছু মারাত্মক রোগ হয়ে থাকে যা টিকা না দেয়া হয়ে থাকলে দের মৃত্যু পর্যন্ত হতে পারে । তাই আমাদের সময় মত তাদের ভ্যাক্সিনেশন করানো উচিৎ।
বিড়ালের বয়স ২ থেকে ৩ মাস হলেই vaccine দেওয়ার নিয়ম। তবে ৪ মাস বয়সেও ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া যায়। প্রথম বার vaccine দেওয়ার ১ বছর (টিকাভেদে মেয়াদ কম বেশি হতে পারে) পর পর বুস্টার ডোজ দিতে হয়।
আপনার বিড়ালের বয়স যদি ৪ মাসের বেশি হয় তবে টিকা দেওয়া যাবে কিনা জানতে ভ্যাটেনারি ডাক্তারের পরামর্শ নিন।
বিড়াল ছানাদের কিটেন ক্যাটফুড কিনতে ভিজিট করুন www.amarpet.com
বিড়ালদের রোগ প্রতিরোধ করার জন্য অনেক ধরনের ভ্যাকসিন রয়েছে, বর্তমানে আমাদের দেশে ৩ টি ভ্যাকসিন বেশি দেওয়া হয়ে থাকে।
Nobivac vaccine বিড়ালকে ৪টি ভাইরাস, ব্যাকটেরিয়াজনিত প্রাণনাশক রোগ থেকে সুরক্ষিত রাখে। এই vaccine বাংলাদেশে সহজলভ্য এবং বিড়ালের জন্য খুবই উপকারী। এই vaccine যেসব রোগ প্রতিরোধ করে –
Feline Calicivirus (FCV) (cat flu /বিড়ালের জ্বর
Feline Rhinotracheitis (নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা)
Feline Panleukopenia (FPV)
Feline Chlamydophila.
জলাতঙ্ক বিড়ালের একটি মারাত্মক এবং প্রানঘাতী সংক্রামক রোগ। Rabisin vaccine বিড়ালকে জলাতঙ্ক (rabies) রোগ থেকে রক্ষা করে।এটি ৩ বছর, ১ বছর, ৬ মাস বিভিন্ন মেয়াদী হয়ে থাকে।
Quadricat vaccine বিড়ালকে calicivirus , rhinotracheitis, panleukopenia এবং rabies থেকে রক্ষা করে
বেশির ভাগ বিড়ালের'ই কোন রকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে সাইড ইফেক্ট হয়। এজন্য আপনার বিড়াল কে ভ্যাক্সিনেশন করানোর পরবর্তী কিছু সময় আপনি এ ব্যাপারে সতর্ক থাকবেন। কোন রকম অস্বাভাবিক কিছু দেখা মাত্র ভেটের শরণাপন্ন হবেন। বিড়ালের কিছু কমন সাইড ইফেক্ট নিচে উল্লেখ করা হলোঃ
১. জ্বর
২.বমি
৩.অরুচি
৪.ডায়েরিয়া
ক্যাট প্যারেন্টদের কাছে বিড়াল তাদের পরিবারের একজন খুদে সদস্য। আপনার বিড়ালের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে নিয়মিত তাকে প্রতিবছর ভ্যাক্সিনেশন করানো অত্যন্ত জরুরী। প্রতবছর ফ্লু হয়ে অসংখ্য বিড়াল মারা যায়। আমাদের একটু অসচেতনতা যেন একটি প্রাণ কেড়ে না নেয় তাই আমাদের এই ব্যাপারে অনেক সতর্ক থাকা দরকার। নিয়মিত ভ্যাক্সিনেশনের মাধ্যমে আমরা আমাদের পরিবারের খুদে সদস্যের যত্ন নেই।
বিড়ালের সকল প্রয়োজনীয় জিনিস কিনতে ভিজিট করুন www.amarpet.com
Share
Oct 09, 2023
Discover the top choices for the best adult dog food to support your furry friend's health and vitality.
READ MORE
Oct 11, 2023
Whiskas Cat Food has become a popular choice among cat owners in Bangladesh, so we decided to give it a try and write a Whiskas Cat Food Review.
READ MORE
Nov 16, 2023
The Smart Heart Cat Food is made with high-quality ingredients that are rich in protein and essential nutrients, such as taurine, vitamins, and minerals, to support the overall health and well-being of your cat. It is also enriched with Omega 3 and 6 fatty acids to promote healthy skin and a shiny coat.
READ MORE
Thank you for your subscription!
You will receive news for new product, exclusive offers, and
limited time promotions
Customer Service