menu logo
amar pet logo
বিড়ালের সঠিক স্বাস্থ্য ও পরিচর্যা: ৪টি কার্যকর টিপস

বিড়ালের সঠিক স্বাস্থ্য ও পরিচর্যা: ৪টি কার্যকর টিপস

আপনার বিড়ালের স্বাস্থ্য ও পরিচর্যা নিশ্চিত করতে প্রয়োজন সঠিক গ্রুমিং, উন্নত খাবার, নিরাপত্তা ব্যবস্থা, এবং নিয়মিত ভ্যাক্সিনেশন। এই কার্যকরী টিপসগুলো আপনার পোষা প্রাণীকে সুস্থ ও সুখী রাখতে সাহায্য করবে।

user-profile

Tanvir Chowdhury

Writer

PUBLISHED ONDec 03, 2024

বিড়ালের সঠিক স্বাস্থ্য ও পরিচর্যা নিশ্চিতে কার্যকরী চারটি টিপস 

স্বাস্থ্যবান বিড়াল মানেই একটা সুখী বিড়াল। আপনার বিড়ালের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটা নির্ভর করে আপনার যত্ন ও পরিচর্যার উপরে। আপনি যদি আপনার পরিবারে নতুন সদস্য হিসেবে বিড়াল নিয়ে আসতে চান কিংবা আপনার ইতিমধ্যে একটা বিড়াল থাকে তবে আপনার জন্য জেনে নেয়া ভালো হবে কিভাবে আপনার আদরের বিড়ালের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচর্যা করতে পারবেন। 

বিড়াল, আমাদের প্রিয় পোষা প্রাণী, কেবল সঙ্গীই নয়, বরং পরিবারের সদস্য। তাদের সুস্বাস্থ্য এবং সুখ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বিড়ালের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচর্যার জন্য সঠিক তথ্য ও যত্ন প্রয়োজন, যা তাদের দীর্ঘ ও সুস্থ জীবন নিশ্চিত করবে। এই ব্লগে আমরা বিড়ালের খাদ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিচর্যার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। স্বাস্থ্যকর অভ্যাস, নিয়মিত চেকআপ এবং সঠিক যত্নের মাধ্যমে আমরা আমাদের বিড়ালের জন্য একটি নিরাপদ ও সুখী পরিবেশ তৈরি করতে পারি। আসুন, জেনে নিই কীভাবে আমাদের পছন্দের এই প্রাণীটির যত্ন নিতে হবে।

বিড়ালের গ্রুমিং করানোঃ

বিড়ালের নিয়মিত গ্রুমিং করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিড়ালের কান ও চোখের যত্ন নেয়া উচিৎ। বিড়ালের চোখ নিয়মিত পরিষ্কার না করানো হলে ময়লা জমে বিড়ালের চোখের কর্নিয়াতে নানান ধরনের রোগ হতে পারে। এজন্য বিড়ালের যত্নে অবশ্যই তার চোখ ও কান প্রতি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করবেন। 

বিড়ালের কান ও চোখ পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় সকল উপাদান পেতে ভিজিট করুন এখানে

বিড়ালের গ্রুমিং আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো তাকে গোসল করানো। বিড়ালকে নিয়মিত গোসল না করানো হলে তার শরীরে উকুন হওয়ার সম্ভবনা থেকে যায় এছাড়াও অতিরিক্ত গরমের মধ্যে গোসল না করানো হোলে শরীর তেল চিটচিটে হয়ে যেতে পারে এবং আপনার বিড়াল অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে যেতে পারে। বিড়ালের গোসল করানোর সময় একটা দিক যা অবশ্যই মাথায় রাখা প্রয়োজন তা হলো বিড়ালদের জন্য আলাদা শ্যাম্পু পাওয়া যায়। আপনার উচিৎ বিড়ালের জন্য তৈরি করা শ্যাম্পু ব্যাবহার করতে। এতে করে বিড়ালের লোমের কোন ক্ষতি হবে না।

শীতকালে বিড়ালের গোসল করানো একেবারেই উচিৎ নয়। কেননা শীতকালে বিড়ালদের ফ্লু'তে আক্রান্ত হওয়ার সম্ভবনা সব থেকে বেশি থাকে। আর ঠান্ডা লেগে ফ্লু হতে পারে। তাই অবশ্যই বিড়ালের যত্নে শীতকালে গোসল করানো এড়িয়ে চলবেন। কিন্তু শীতের এই মৌসুম যথেষ্ট বড় এবং এতটা সময় গোসল না করিয়ে বিড়াল রাখলে বিড়ালের শরীরে বিভিন্ন পরজীবী বাসা বাধতে পারে। আপনি এই সময় ড্রাই শ্যাম্পু ব্যাবহার করতে পারেন। এতেকরে আপনার বিড়াল পরিষ্কার থাকবে পাশাপাশি আপনার বিড়ালের কোন রোগ বালাই হবে না। 

Beavis Professional Anti Stress Dry Shampoo 150gm

আপনার বিড়ালের জন্য সেরা গ্রুমিং শ্যাম্পু কিনুন এখানে

বিড়ালের খাবারঃ 

বিড়ালের সঠিক খাবার নির্বাচন একটা বিড়ালের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরী ভূমিকা পালন করে। বিড়ালের জন্য উন্নতমানের ও ব্র্যান্ডের খাবার খাওয়ানো উচিৎ। কেননা খোলা খাবারে সঠিক পুষ্টি চাহিদা সম্পন্ন হয়না। আবার অনেকে মনে করেন যে প্রসেসড ফুড বা ক্যাট ফুড বিড়ালকে খাওয়ানো ঠিকনা। এমন ধারণা আসলে ভুল। কেননা আপনি যদি প্রতি বেলা আপনার বিড়ালের খাবার তৈরি করতে চান, একদিক দিয়ে তা যেমন সময় সাপেক্ষ ব্যাপার পাশাপশি আপনি তাদের সঠিক প্রোটিন ও পুষ্টির চাহিদা নিশ্চিত করতে পারবেন কিনা সেখানে প্রশ্ন রয়েই যায়। আবার শুধু ক্যাটফুড খাওয়ানো ঠিক না। তাই আপনার উচিৎ আপনার বিড়ালের সঠিক যত্ন ও পরিচর্যা নিশ্চিতে আপনি ক্যাটফুড খাওয়াবেন পাশাপাশি তাদের মাঝে মাঝে ওয়েট ফুড দিবেন এতে সুষম মান বজায় থাকবে ও আপনার বিড়াল ভালো ও সুস্থ থাকবে। 

উন্নতমানের খাবার কিনতে ভিজিট করুন এখানে 

নিরাপত্তাঃ

আমাদের দেশে প্রতিবছর বহু বিড়াল মারা যায় শুধু মাত্র হারিয়ে গিয়ে। এমনকি প্রতিমাসে শতশত বিড়াল বাসা থেকে নিখোঁজ হয়ে যায় এবং তারা আর ফিরে আসে না, বাসায় পালিত বিড়াল আদরে থাকে। সঠিক খাবার ও পরিবেশে বড় হয় যার ফলে তাদের মধ্যে বাহিরে বড় হওয়া বিড়ালের মতন শিকারি ক্ষমতা থাকেনা। যার ফলে তারা দ্রুত অসুস্থ হয়ে পরে বা অন্য প্রাণী দ্বারা আক্রমণের শিকার হয়। এজন্য আমাদের আদরের পোষা প্রাণীর নিরাপত্তা নিয়ে আমরা প্রায় সকলেই অনেক দুশ্চিন্তায় থাকি। বিশেষ করে তারা যদি কোন ভাবে হারিয়ে যায় তবে আমরা তাদের কিভাবে খুঁজে বের করবো এই চিন্তা সবচাইতে বেশি থাকে। আপনাদের এই দুশ্চিন্তা দূর করতে AmarPet নিয়ে এলো Smart Pet Tag বা Pet Digital ID. আপনার পোষা প্রাণীর সকল তথ্য Smart Pet Tag-এ সংরক্ষিত থাকবে।

 আপনার পোষা প্রাণী যদি কোনভাবে হারিয়ে যায় এবং কেউ তাদের খুঁজে পেয়ে এই QR কোড বা NFC Chip টি স্ক্যান করে তবে সব রকমের তথ্য পেয়ে যাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে।তাই আপনার আদরের পোষা প্রাণীর কলারের সাথে এই Smart Pet Tag-টি সেট করে নিন এবং প্রিয় পোষা প্রাণীর সঠিক নিরাপত্তা নিশ্চিত করে ফেলুন।

পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে আজ'ই অর্ডার করুন AmarPet Smart Pet Tag . অর্ডার করতে ইনবক্স করুন কিংবা ভিজিট করুন https://amarpet.com/smart-pet-tag অথবা ডাউনলোড করুন AmarPet App.

AmarPet Smart Pet Tag with NFC

ভ্যাক্সিনেশনঃ

বিড়ালের যত্নে অত্যন্ত জরুরী একটা বিষয় হলো তাকে নিয়মিত ভ্যাক্সিনেশন করানো। বিড়ালের ভ্যাক্সিনেশন কেন গুরুত্বপূর্ণ তা সম্পর্কে জানতে পড়ুন.  

আশাকরি উপরের সকল টিপস আপনার বিড়ালের যত্নে ও সঠিক পরিচর্যায় অত্যন্ত কার্যকরি ভাবে সহায়তা করবে। 

 

 

 

 

Share

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2024 All Rights Reserved