menu logo
amar pet logo
বিড়ালের গ্যাসের সমস্যা: কারণ, লক্ষণ ও প্রতিকার

বিড়ালের গ্যাসের সমস্যা: কারণ, লক্ষণ ও প্রতিকার

বিড়ালের গ্যাস হওয়ার সমস্যা সাধারণ হলেও, ঘনঘন হলে এটি শারীরিক সমস্যা বা খাদ্যাভ্যাসের কারণে হতে পারে। পেট ফাঁপা, বমি, ডায়েরিয়া, এবং খাওয়া-দাওয়ায় অরুচি এর লক্ষণ। সমস্যার সমাধানে ভেটের পরামর্শ নিতে হবে এবং সঠিক পুষ্টিসমৃদ্ধ খাবার সরবরাহ করা জরুরি।

user-profile

Tanvir Chowdhury

Writer

PUBLISHED ONOct 21, 2024

বিড়ালের গ্যাস হওয়া অনেক সাধরণ একটা রোগ । কিন্তু আপনার বিড়ালের যদি ঘনঘন গ্যাসের সমস্যা হয়ে থাকে তবে বিড়ালের অন্য কোন শারীরিক সমস্যা বা খাবারের সমস্যা থেকে থাকা সম্ভবনা অনেক বেশি। তাই বিড়ালের ঘনঘন গ্যাসের সমস্যা হলে দ্রুত ভেটের শরণাপন্ন হতে হবে।  

পোষা প্রাণী হিসেবে বিড়াল আমাদের মাঝে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে দিন দিন। বিড়াল অত্যন্ত আদুরে সেইসাথে চঞ্চল হওয়ায় বিড়াল পোষ্য প্রাণী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে এখন। সেই সাথে বিড়ালের কিছু স্বভাবগত বৈশিষ্ট্য রয়েছে যা মানুষ'কে তাদের প্রতি আকৃষ্ট করে। কিন্তু হঠাট করে যদি আপনার বিড়াল অসুস্থ হয়ে উঠে কিংবা খাওয়া দাওয়া ছেড়ে দেয় তবে কি করবেন? 

 আপনারা জেনে অবাক হবেন যে বিড়ালের গ্যাস এর সমস্যা হয়। এবং মাঝে মাঝে এই সমস্যা প্রবল আকারে ধারণ করে যা বিড়ালের মৃত্যু অবধি ঘটাতে পারে যদিনা সঠিক সময়ে ব্যাবস্থা নেয়া হয়। বিড়ালের গ্যাসের সমস্যা আপাতত দৃষ্টি তে সাধারণ সমস্যা মনে হলেও, ছোট করে দেখে হেলা ফেলার কারণ নেই। চলুন জেনে নেই বিড়ালের গ্যাসের সমস্যা হলে আমাদের করনীয় কি হতে পারে।

বিড়ালের গ্যাসের কিছু লক্ষণঃ 

বিড়ালের গ্যাস হলে মূলত তাদের হজমে সমস্যা দেখা দেয়। তবে এছাড়াও আরও কিছু লক্ষণ দেয়া যায়। 

১.তাদের পেট ফাঁপা হয়ে থাকে 

২.বিড়ালের মুখ থেকে অনেক বিশ্রী গন্ধ বেড় হয়

৩.বমি হওয়া 

৪.ডায়েরীয়া হওয়া 

৫.অস্বাভাবিক ব্যাথা 

৬.বিড়ালের পেটের থেকে আওয়াজ আসা 

৭. খাদ্যে অরুচি দেখা দেয়। গ্যাস হোলে বিড়াল খাওয়া দাওয়া কমিয়ে দেয়। 

বিড়ালের গ্যাস হওয়ার কারণ কি?  

বিড়ালের গ্যাস হওয়ার পিছনে অনেক রকম কারণ কারণ থাকতে পারে এর মধ্যে কমন কিছু কারণ নিচে উল্লেখ করা হলোঃ 

১. ব্যাকটেরিয়া জনিত কারণে অনেক সময় বিড়ালের গ্যাস হয়ে থাকে। 

২. বিড়াল অনেক সময় বিভিন্ন ধরনের পরজীবী দাড়া সংক্রমিত হয়ে থাকে এরফলে তাদের গ্যাস হয়।

৩.অতিরিক্ত কিংবা কহু দ্রুত খাবার খেলে বিড়ালের গ্যাস হয়।  

৪. পচে যাওয়া খাবার খাওয়ার জন্য অনেক সময় বিড়ালের গ্যাস হয়ে থাকে। 

৫. Inflammatory bowel disease (IBD) এর থেকে মাঝে মাঝে বিড়ালের গ্যাস হয়ে থাকে 

৬. হজমে শক্তি কম থাকার কারণে অনেক বিড়ালের গ্যাস হয়ে থাকে। 

৭. অনেক বিড়ালের কিছু খাবারে এলার্জি থাকে যেমন চিংড়ি কিংবা দুধ খেলে অনেক বিড়াল হজম করতে পারে না তখন তাদের গ্যাস হয়ে যায়। 

৮. কোষ্টয়কাঠিন্য এর সমস্যা থাকলে বিড়ালের গ্যাস হয় 

৯. বিড়ালের খাদ্যাভ্যাসের জন্য অনেক সময় গ্যাস হয়ে থাকে। অরথাঠ  বিড়ালের খাদ্যে অতিরিক্ত ফাইবারের উপস্থিতি থাকলে বিড়ালের গ্যাস হয় । 

বিড়ালের গ্যাসের সমস্যা রোধে আমাদের করনীয় কি ? 

আপনি যখন বুঝতে পারবেন আপনার বিড়ালের কেন গ্যাসের সমস্যা হচ্ছে তখন আরোও অনেক সহজে আপনি তার সমাধান করতে পারবেন। গ্যাসের সমস্যা সমাধানদের প্রথম ধাপ ই হচ্ছে তার কারণ খুঁজে বেড় করা। নাহলে দেখা যায় আপনার বিড়ালের অসুস্থ হচ্ছে আপনি তাকে ভেটের কাছে নিয়ে যাচ্ছেন সে সুস্থ হয়ে বাসায় আসার পর আবার কিছুদিন পর সে অসুস্থ। এজন্য প্রথমেই তার মূল সমস্যা কোথায় হচ্ছে তা বেড় করতে হবে। এরপর ভেটের পরামর্শ অনুযায়ী বিড়াল কে মেডিসি দিতে হবে। মনে রাখবেন ভেটের পরামর্শ ছাড়া কোন ভাবেই বিড়াল কে কোন প্রকার অসুদ খাওয়ানো যাবে না। কেননা প্রত্যেক বিড়ালের ওজন অনুযায়ী তাদের মেডিসিনের ডোজ বিভিন রকমের হয়ে থাকে। 

বিড়ালের গ্যাসের সমস্যা মূলত তার খাবারের থেকে বেশির ভাগ সময় হয়ে থাকে। সঠিক নিউট্রিশিয়ান্ট যুক্ত খাবার বিড়ালের জন্য আমাদের জন্য অত্যন্ত জরুরী। আমাদের বাজারে বর্তমানে অনেকধরনের ক্যাট ফুড পাওয়া যাচ্ছে কিন্তু সকল ক্যাট ফুড মান সম্পন্ন কিনা এ প্রশ্ন তো রয়েই যায় সবসময়। 

আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিড়ালের ইম্পোর্ট কৃত সেরা মানের বিড়ালের খাদ্য। ভিজিট করুন www.amarpet.com 

Share

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2024 All Rights Reserved