menu logo
amar pet logo
মানুষের ওষুধ কি বিড়ালের জন্য নিরাপদ?

মানুষের ওষুধ কি বিড়ালের জন্য নিরাপদ?

আপনার আদরের বিড়াল'কে মানুষের ঔষধ দেয়া থেকে একেবারেই বিরত থাকুন কেননা বিড়ালের জন্য মানুষের কিছু ঔষধ প্রাণঘাতী হতে পারে।

user-profile

Tanvir Chowdhury

Writer

PUBLISHED ONOct 28, 2024

প্যারাসিটেমল কিংবা বিভিন্ন ধরনের এস্পিরিন জাতীয় ঔষধ বিড়ালের শরীরে বিষক্রিয়া শুরু করে যার ফলে খুব অল্প সময়ের মধ্যে বিড়াল মারা যায়। এমনকি এত দ্রুত সময়ের মধ্যে আপনার বিড়াল অসুস্থ হয়ে উঠবে যা আপনি কল্পনা করতে পারবেন না , দেখা যায় ভেটের কাছে নিয়ে যাওয়ার আগেই বিড়াল মারা যায়। এছাড়াও যেকোনো মানুষের ঔষধ দেয়ার আগে অবশ্যই ভেটের পরামর্শ নেয়া উচিৎ। 

বিড়াল ও মানুষের হজম শক্তি এক নয় পাশাপাশি তাদের ছোট্ট শরীরে আমাদের পাওয়ারফুল ঔষধ নিতেও পারবে না। তাই অনেক সময় তাদের মানুষের মেডিসিন দেয়া হলেও তার মাত্রা অনেক কমিয়ে দেয়া হয় বিড়ালের বয়স এবং ওজন অনুযায়ী। তাই বিড়ালের ঔষধ দেয়ার ব্যাপারে আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা যেকোনো ভুলের ফলে আপনার বিড়ালের মৃত্যু পর্যন্ত হতে পারে।

 

আমরা যারা পেট ওনার আছি আমাদের সকলের উচিৎ আমাদের প্রয়োজনীয় সকল ঔষধ নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেই। যেন তা আমাদের পোষা প্রাণীর নাগালের বাহিরে থাকে। বিড়াল নতুন যেকোনো কিছু দেখলেই অনেক বেশি কৌতূহলী হয়ে উঠে। তারা ঔষুধ দেখলে অনেক সময় খেয়ে ফেলতে চায়। 

মানুষের জন্য উপকারী কিন্তু বিড়ালের জন্য ক্ষতিকর কিছু ঔষধ

মানুষের এমন কিছু ঔষুধ আছে যা বিড়ালের জন্য অত্যন্ত ক্ষতিকর তা নিচে দেয়া হলোঃ

Advil, Aleve and Motrin জাতীয় ঔষুধ গুলো আমাদের জন্য খুব কমন ও প্রায় সব বাড়িতেই থাকে। কিন্তু এই ধরনের মেডিসিনের প্রভাব বিড়ালের জন্য অত্যন্ত মারাত্মক। 

Acetaminophen জাতীয় ঔষুধ গুলো ব্যাথা কমানোর কাজে সেবন করা হয়। এটি বেশ নিরাপদ হয়ে থাকে এমনকি বাচ্চাদের পর্যন্ত দেয়া হয়ে থাকে। কিন্তু পোষা প্রাণী বিশেষ করে বিড়ালের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর প্রভাবে বিড়ালের রেড ব্লাড সেল একেবারেই ড্যামেজ হয়ে পরে যার ফলে মৃত্যু হয় বিড়ালের। কুকুরের লিভার ড্যামেজ করে দেয় এই জাতীয় মেডিসিন, তবে ডোজ বেশি হলে মৃত্যুও ঘটতে পারে। 

Antidepressant drugs গুলো সাধারণত মানুষের হলেও বিড়াল'কে দেয়া হয়ে থাকে তবে অতিরিক্ত ডোজ আপনার প্রিয় পোষা প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে। 

Concerta, Adderall, Ritalin জাতীয় মেডিসিন পোষা প্রাণীর জন্য অত্যন্ত বিপদজনক। কেননা এর ফলে হার্ট ফেইলিয়োর হওয়ার সম্ভবনা রয়েছে। 

Xanax, Klonopin, Ambien, Lunesta এই ঔষুধ গুলো মানুষের স্ট্রেস রিলিফ কিংবা ঘুম ভালো হওয়ার জন্য মানুষ সেবন করে থাকে। কিন্তু আপনার প্রিয় পোষা প্রাণীর জন্য এই মেডিসিন গুলো প্রানঘাতির কারণ হতে পারে। 

Birth control pills যা অনেক সময় আমাদের পোষা প্রাণীর জন্মনিয়ন্ত্রণের জন্য চিন্তা করি যে তাদের জন্য হয়ত নিরাপদ হবে। কিন্তু পোষা প্রাণীদের জন্য মানুষের জন্ম নিয়ন্ত্রক পিল অত্যন্ত ক্ষতিকর। এরফলে আপনার আদরের প্রাণী মারা যেতে পারে। আপনার বিড়াল বা কুকুরের জন্ম নিয়ন্ত্রন করতে চাইলে স্পে কিংবা নিউটার করাতে পারেন।  

Angiotensin-converting enzyme or “ACE” সাধারণত হাই ব্লাড প্রেশার কমাতে বা নিয়ন্ত্রণ করতে সেবন করে থাকে মানুষ। মাঝে মাঝে এই মেডিসিন বিড়াল কেও দেয়া হয়ে থাকে তবে তা একেবারেই অল্প ডোজে। ব্যাবহারের পূর্বে ভেটের পরামর্শ নেয়া অত্যন্ত জরুরী। 

 

আপনার আদরের পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিতে কখনো ভেটের পরামর্শ ব্যাতীত আপনার পোষা প্রাণীকে ঔষুধ দিবেন না। কোন ধরনের মেডিসিন জিপ লক ব্যাগ কিংবা দুর্বল মোড়োকীকরণ এমন কিছুতে রাখবেন না। কেননা খেলার ছলে হলেও কোনোভাবে বিড়াল বা কুকুর সেবন করলে মৃত্যু ঘটতে পারে। 

 

Share

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2024 All Rights Reserved