menu logo
amar pet logo
পোষা বিড়ালের সুষম খাদ্য: প্রোটিন ও সঠিক খাবার নির্বাচন গাইড

পোষা বিড়ালের সুষম খাদ্য: প্রোটিন ও সঠিক খাবার নির্বাচন গাইড

বিড়ালের সুস্থতা তার খাবারের উপর নির্ভরশীল। প্রোটিন, ভিটামিন, ও মিনারেলে ভরপুর সুষম খাদ্য নিশ্চিত করতে, জানুন ড্রাই, ওয়েট, ও ক্যানড খাবারের সেরা পুষ্টিগুণ এবং সংরক্ষণ পদ্ধতি।

user-profile

Tanvir Chowdhury

Writer

PUBLISHED ONNov 19, 2024

পোষা প্রাণীর যত্নে ও পুষ্টিগত চাহিদা সম্পন্ন করতে সঠিক খাবারের গুরুত্ব অত্যন্ত বেশি। আপনার আদরের বিড়ালের সুস্থতা অনেকটা নির্ভর করে বিড়ালের খাবারের তালিকার উপর। বিড়াল মাংসাশী প্রাণী হওয়ায় তার খাদ্য তালিকাতে প্রোটিনের সঠিক পরিমাণ থাকা অত্যন্ত জরুরী। 

বিড়ালগুলি মাংসাশী প্রাণী হওয়ায় (obligate carnivores), অর্থাৎ তারা তাদের প্রয়োজনীয় সকল পুষ্টির জন্য নির্ভর প্রাণীজ খাদ্য থেকে। বিড়াল মূলত শিকারিপ্রাণী, এবং এই প্রজাতির প্রাণীরা খাবার খায়, যাতে উচ্চ পরিমাণের প্রোটিন, মাঝারি পরিমাণের চর্বি, এবং অতি কম পরিমাণের কার্বোহাইড্রেট থাকে, এবং তাদের সুস্থ ও প্রাণবন্ত রাখার জন্য এধরনের খাবার প্রয়োজন। বিড়ালের আরও কিছু পুষ্টির প্রয়োজন হয়, যার মধ্যে ভিটামিন, খনিজ, চর্বি অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড অন্তর্ভুক্ত রয়েছে।

আপনার বিড়ালকে স্বাস্থ্যকর থাকতে হলে নির্দিষ্ট পরিমানের সকল প্রয়োজনীয় উপাদান খাদ্য দেয়া প্রয়োজন, তবে প্রোটিনের মাত্রা একটু বেশি থাকা উচিৎ। কিন্তু তাই বলে কোনকিছুই অতিরিক্ত ভালো না এজন্য সবকিছুই একটা নির্দিষ্ট মাত্রায় দেয়া উচিৎ, বিশেষ করে ভিটামিন এবং খনিজ যুক্ত খাবারের ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক থাকা উচিৎ। তাই একটি সুষম এবং পূর্ণাঙ্গ খাদ্য খাওয়ানোর সময় অতিরিক্ত কোন কিছু দেয়ার প্রয়োজন নেই। এছাড়াও বাজারে পাওয়া বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টগুলি আপনার বিড়ালের জন্য ক্ষতিকর হতে পারে, এবং তাই কখনও কোনো ভেটেরিনারিয়ানের অনুমতি ছাড়া সেগুলি দেওয়া উচিত নয়। বিড়াল সব সময় পরিষ্কার, টাটকা পানি খেতে পছন্দ করে তাই তাদের জন্য পরিষ্কার ও সতেজ পানি রাখার ব্যবস্থা রাখতে হবে। 

বাণিজ্যিক বিড়াল খাবারগুলি শুকনো, আধা-আর্দ্র এবং ক্যানড আকারে প্রস্তুত করা হয়। এই পণ্যগুলির মধ্যে জলীয় উপাদান, প্রোটিনের পরিমাণ, ক্যালোরি ঘনত্ব, স্বাদ এবং পাচনতন্ত্রের সক্ষমতায় পার্থক্য রয়েছে।

ড্রাই ফুড

বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের ক্যাট ফুড অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। প্যাকেটজাত এই খাবার গুলতে থাকা বিদ্যমান উপকরণ গুলো হলোঃ 

  • মাংস এবং/অথবা মাংসের উপজাত
  • পোলট্রি এবং/অথবা পোলট্রির উপজাত
  • শস্য এবং/অথবা শস্যের উপজাত
  • মাছ
  • ফাইবার
  • দুধের পণ্য
  • ভিটামিন এবং খনিজ সাপ্লিমেন্ট

ড্রাই ফুড গুলতে প্রায়ই স্বাদ বৃদ্ধি করার জন্য বিভিন্ন ফ্লেভার বা পশুর চর্বি ব্যাবহার করা হয়, যাতে খাবারটি আরও সুস্বাদু হয়। ড্রাই ফুড তুলনামূলকভাবে সস্তা এবং এটি সহজে নষ্ট হয়ে যায় না, তাই ক্যাটপ্যারেন্ট দের অত্যন্ত পছন্দ পাশা পাশী খাওয়ানো সহজ । যদি আপনি ড্রাই ফুড ব্যবহার করেন, তবে অব্যবহৃত অংশগুলি ঠান্ডা এবং শুকনো স্থানে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ, এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে খাবারটি ব্যবহার করা উচিত নয়। অনেক ক্যাট প্যারেন্ট বেশি করে ড্রাই ফুড কিনে রাখেন একবারে এক্ষেত্রে মেয়াদ যেন থাকে এবং মেয়াদ শেষ হয়ে যাওয়া খাবার কোন ভাবেই আপনার বিড়ালকে খাওয়ানো যাবে না, তাই খাবারটি খাওয়ানোর আগে মেয়াদ উত্তীর্ণের তারিখ পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময়ের জন্য খাবার সংরক্ষণ করলে অনেক সময় দেখা যায় ভিটামিন ও বিভিন্ন খনিজ পদার্থের ক্ষমতা কমিয়ে দেয় যার ফলে খাবার আর আগের মত পুষ্টিমান ধরে রাখতে পারে না। শুকনো বিড়াল খাবার একটি এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করা ভালো, যাতে পুষ্টির ক্ষতি এবং স্বাদ বজায় থাকে। ভালো মানের ও ব্র্যান্ডের ক্যাট ফুড খাওয়ানো উচিৎ এতে করে সঠিক পুষ্টির চাহিদা সম্পূর্ণ হবে। 

উন্নতমানের ক্যাট ফুড পাচ্ছেন এখন www.amarpet.com 

ওয়েট ফুড 

ওয়েট ফুডের মূল উপাদান হল মাংস এবং মাংসের উপজাত, যার জলীয় উপাদান প্রায় ৩৫ শতাংশ। অন্যান্য উপাদান যেমন সয়াবিনের মশলা, শস্য, শস্যের উপজাত এবং সংরক্ষণকারী যুক্ত করা হয়। এধরনের খাবারের মূল্য সাধারণত মাঝারি রেঞ্জের। কিছু বিড়ালের জন্য এ ধরনের খাবার অত্যন্ত প্রিয়। তবে, প্যাকেজ খোলার পরে খাবারটি দীর্ঘক্ষণ বাহিরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, ফলে দ্রুত এই খাবার টি শেষ করা উচিৎ। 

ক্যানড খাবার

ক্যানড বিড়াল খাবারের জলীয় উপাদান অন্তত ৭৫ শতাংশ, যা এটি পানির ভালো খাদ্য উৎস করে তোলে। এটি সাধারণত সবচেয়ে ব্যয়বহুল ধরনের বিড়াল খাবার, তবে বেশিরভাগ বিড়ালের জন্য এটি অত্যন্ত পছন্দের। বিভিন্ন ভ্যারাইটির ফ্লেভারে এটি পাওয়া যায়। আপনার বিড়ালের পছন্দ অনুযায়ী যেকোন একটা ফ্লেভার নিতে পারেন। ক্যানড খাবারের খোলার পর ব্যবহার না করা অংশটি ফ্রিজে সংরক্ষণ করা উচিত যাতে গুণমান বজায় থাকে এবং নষ্ট হওয়া প্রতিরোধ করা যায়। ক্যানড ফুড বিড়াল খাবারে সাধারণত মাংস যেমন কিডনি বা লিভার প্রধান উপাদান হিসেবে থাকে। তবে, কিছু ব্র্যান্ড পুষ্টিগত মান ধরে না রাখতে পারে তাই , খাবারের প্যাকেজে পুষ্টি লেবেলটি সতর্কতার সাথে পড়া গুরুত্বপূর্ণ। ক্যানফূড নিয়ে একটা ইমেজ কপিঃ Find best quality in Amarpet

বাড়িতে তৈরি খাদ্য

আপনি যদি নিজেই আপনার বিড়ালের খাবার তৈরি করতে চান তবে এটি তুলনামূলক কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আপনার বানানো খাবারে বিড়ালের জন্য সঠিক পরিমাণ এবং অনুপাতের পুষ্টি অন্তর্ভুক্ত নাও থাকতে পারে। সাধারণত ক্যাট প্যারেন্টদের পুষ্টিগতভাবে সুষম বাণিজ্যিক ভাবে পাওয়া প্যাকেটজাত খাবার কিনতে পরামর্শ দেওয়া হয়, যদি না ভেটেরিনারি চিকিৎসক চিকিৎসার উদ্দেশ্যে একটি ঘরোয়া রেসিপি পরামর্শ দেন। 

Treats 

আপনার বিড়ালকে মাঝে মাঝে একটি ট্রিট দেওয়া যেতে পারে , তবে সেগুলি সাধারণত পুষ্টিগতভাবে সম্পূর্ণ এবং ভারসাম্যপূর্ণ খাদ্যের উৎস নয় এবং শুধুমাত্র মাঝে মাঝে খাওয়ানো উচিত। একটি ভাল নিয়ম হল যে ট্রীটগুলি বিড়ালের দৈনিক ক্যালোরির গ্রহণের ১০ থেকে ১৫ শতাংশের বেশি যেন না হয়। এছাড়াও, কিছু খাবার সম্পূর্ণরূপে এড়ানো উচিত। যদিও কাঁচা মাংস অনেক পুষ্টির চমৎকার উৎস, এটি বিড়ালের জন্য খাবার বা ট্রিট হিসাবে সুপারিশ করা হয় না, কারণ এটি টক্সোপ্লাজমোসিস এবং অন্যান্য সংক্রামক রোগের সম্ভাব্য বাহক। কিছু বিড়াল যারা মানুষের জন্য উদ্দেশ্য করা ক্যানড মাছের পণ্য খেয়েছে তারা গুরুতর স্নায়ুতন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়েছে। দুধ সাধারণত বিড়ালের জন্য ট্রিট হিসাবে সুপারিশ করা হয় না, কারণ অনেক বিড়াল ল্যাকটোজ-অসহিষ্ণু এবং দুধের পণ্য খেলে তাদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা হতে পারে।

অন্যান্য বিষয়

বিড়ালগুলি খাওয়ার জায়গা নিয়ে বাছবিচার করতে পারে। মনে রাখবেন যে ব্যস্ত এলাকা, শব্দ, অন্যান্য প্রাণীর উপস্থিতি, নোংরা খাবারের পাত্র, বা কাছে লিটার বক্স বিড়ালকে খেতে নিরুৎসাহিত করতে পারে। আপনার বিড়ালের খাওয়ার আচরণের প্রতি সংবেদনশীল হওয়ার চেষ্টা করুন এবং প্রয়োজনীয় সমন্বয় করুন।

স্বাস্থ্যকর ওজন বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিড়ালের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণে ব্যাপক ভিন্নতা রয়েছে যাতে তারা ওজন বাড়ানো বা কমানোর ঝুঁকিতে না পড়ে। স্থূলতা বিড়ালের মধ্যে সবচেয়ে সাধারণ পুষ্টি-সংক্রান্ত সমস্যা, এবং এটি বিড়ালকে আথ্রাইটিস এবং ডায়াবেটিসের মতো স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনার বিড়ালের জন্য আদর্শ শারীরিক ওজন নির্ধারণ করতে আপনার ভেটেরিনারি চিকিৎসকের কাছে জিজ্ঞাসা করুন এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনার বিড়ালের খাদ্য সমন্বয় করতে অনুসরণ করুন।

আপনার বিড়ালের খাবার চাহিদা সঠিক ভাবে পূরণ হচ্ছে নাকি তা বিশেষভাবে লক্ষ রাখবেন এবং বিড়ালের খাবারে পুষ্টি গত সকল মান যেন সুষমভাবে বজায় থাকে তা অত্যন্ত জরুরী। বিড়ালের খাদ্যে প্রোটিনের মান থাকা গুরুত্বপূর্ণ তবে খেয়াল রাখবেন অতিরিক্ত পরিমাণে যেন না হয়।

Share

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2024 All Rights Reserved