menu logo
amar pet logo
বিড়ালের বাসার ধরণ: কেমন হওয়া উচিৎ?

বিড়ালের বাসার ধরণ: কেমন হওয়া উচিৎ?

বিড়ালের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতে AmarPet এর নরম ও নিরাপদ বিছানা ও বাসার প্রোডাক্ট বেছে নিন। সহজে ধোয়া যায়, দীর্ঘস্থায়ী এবং কমফোর্টেবল ডিজাইন।

user-profile

Tanvir Chowdhury

Writer

PUBLISHED ONOct 27, 2024

গৃহে পালিত পোষা প্রাণীদের মধ্যে বিড়াল অন্যতম। প্রায় এক হাজার বছর ধরে বিড়াল আমাদের সাথে পোষা প্রাণী হিসেবে রয়েছে। বিড়াল অত্যন্ত আদুরে চঞ্চল প্রকৃতির প্রাণী। এবং এদের এসকল বৈশিষ্ট্যের জন্য'ই মূলত বিড়াল আমাদের মাঝে এতটা জনপ্রিয়তা পেয়েছে। আমাদের আদরের বিড়াল ঘরে নিয়ে আসার পূর্বে আমাদের অবশ্যই জানোতে হবে আমাদের আবাসস্থল'টি আমাদের আদরের বিড়ালের জন্য কত্তা উপযুক্ত। কেননা বিড়ালের জন্য আপনার বাসাইয় কিছুটা পরিবর্তন আনতে হবেই যাতে আপনার বিড়াল আরামদায়ক একটা থাকার জায়গা পায়।  

বিড়ালের বাসার ধরণ কেমন হওয়া উচিৎ? 

আমাদের প্রত্যেক'কে অবশ্যই মাথায় রাখতে হবে যে বাসায় বিড়াল আনার পরে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসা অত্যন্ত জরুরী। বিড়াল বোবা প্রাণী তারা নিজেদের চাহিদার কথা বলতে পারে না। আমাদের প্রথমেই তাদের জন্য আমাদের বাসাকে করতে হবে বিড়াল দের জন্য নিরাপদ। আমরা ক্যাটপ্রুফ করতে পারি আমাদের বাসা। এর মাধ্যমে আমাদের আদরের বিড়াল দূর্ঘটনাবশত হারিয়ে যাবে না। 

 

বিড়ালদের আরামের কথা চিন্তা করে আমরা তাদের জন্য বিভিন্ন বিছানা কিনতে পারি। বিড়াল সাধারণত নরম জায়গায় ঘুমাতে পছন্দ করে। তারা রুমের সব থেকে উচুস্থানে বসে থাকতেও অনেক পছন্দ করে। বিড়াল দের যয় বিভিন্নধরনের কৃত্রিম গাছ কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে আবার DIY করে নিজেরাও অনেক কিছু বানিয়ে নিতে পারেন। 

বিড়ালের বাসার ধরণ 

শীতকালে এরকম নরম তুলতুলে বিছানা বিড়ালদের অনেক পছন্দ। এতে ব্যাবহার করা হয়েছে অত্যন্ত ভালোমানের ম্যাটেরিয়াল যার ফলে বিছানাটি দীর্ঘদিন ব্যাবহার উপযোগী। এছাড়াও এই বিছানাটি ধোয়া যায় যার ফলে নোংরা হওয়ার আশংকা নেই। আপনার বিছানা কিংবা সোফা এমনকি রুমের একটা কোনায় রেখে দিলে আপনার ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। আসন্ন শিতে আপনার বিড়াল'কে আরাম দিতে AmarPet-এর এলিগেন্ট এই বেড টি আজই লুফে নিন। 

Buy Now

এক্সক্লুসিভ সফট মিডিয়াম পেট কম্বলটি আপনার প্রিয় বিড়াল এর জন্য অত্যন্ত আরামের। এর মাপ ৬১/৪১ । উন্নতমানের নরম উপকরণ দিয়ে তৈরি, এই কম্বলটি আপনার furry বন্ধুদের শীতের মৌসুমে দিবে উষ্ণতা ও কোমলতা, এবং এর লাক্সারি সফটনেস এর জন্য আপনার আদরের বিড়াল শীতকালে আরাম করে ঘুমাতে পারবে। 

কম্বলটির ডিজাইনটি এতই স্টাইলিশ যে এটি সহজেই আপনার বাড়ির সাজসজ্জার সঙ্গে মিশে যায় এবং বাড়িতে একটি বিশেষ আকর্ষণ যোগ করে। এটি অত্যন্ত টেকসই এবং সহজে ধোয়া যায়, ফলে দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী।আপনি  যেকোনো স্থানে যেমন আপনার সোফায় বা বিছানায় বিড়ালকে আরাম দিতে, অথবা ভ্রমণের সময় তাদের সঙ্গী হিসেবে এটি ব্যাবহার করতে পারবেন।

 

Buy Now

বিড়াল খেলতে ভালোবাসে এটা মোটামুটি আমরা সব ক্যাট প্যারেন্টসরাই জানি। এখন ভেবে দেখুন তো কেমন হতো যদি বিড়ালের খেলার জায়গা ও ঘুমের জায়গা একিই স্থানে হয়? আপনার আদরের বিড়ালের জন্য এই সুন্দর টানেল যুক্ত নরম বিছানা নিয়ে এসেছে AmarPet. এখানে বিড়াল খেলতে পারবে এমন আরাম করে ঘুমাতেও পারবে। অত্যন্ত উন্নতমানের ফ্যাব্রিক হওয়ায় ফ্লোরে রাখলেও ঠাণ্ডা লাগবে না। সেইসাথে দেখতে অত্যন্ত সুন্দর এবং আপনার বাসার যেকোনো স্থানে মানানসই হওয়ার উপযোগী। 

Buy Now

বিড়ালের জন্য এই বাসাটি হতে পারে আরামদায়ক ও নিরাপদ। অনেকসময় দেখা যায় নতুন জায়গায় এসে বিড়াল অনেক ভয়ে থাকে। তখন এই বাসা পেলে সে  অনেক নিরাপদ বোধ করবে। আবার বিড়ালের বাচ্চা হওয়ার সময়েও বিড়াল একটু নিরিবিলি ঢাকা পরিবেশ পছন্দ করে। তখন এই স্পেসটি হতে পারে একান্ত বিড়ালের জন্য। বিড়াল তার বাচ্চাদের সাথে একান্তে এখানে থাকবে এবং নিরাপদে বাচ্চাদের যত্ন নিতে পারবে। 

 

আমরা আমাদের বিড়ালের যত্ন নেয়ার জন্য অনেক কিছু কিনি কিংবা নানান ভাবে তাদের কম্ফোর্টেবল ফীল করানোর চেষ্টা করি । কিন্তু অনেক সময় কোথায় , ঠিক কোন প্রোডাক্ট টা দিলে আপনার বিড়াল ভালো থাকবে এতা জানার অভাবে সঠিক পণ্যটি আমাদের আদরের বিড়ালকে দিতে পারি না। আসন্ন শীতের কথা যদি মাথায় রাখা হয় তবে AmarPet এর Sophisticated Double Decker Tent House for Cats আপনার বিড়ালের জন্য হতে পারে সেরা পছন্দ। এই সুন্দর বাসাটিতে আপনার আদরের বিড়াল আরাম করে ঘুমাতে পারবে। এমনকি আপনারা ভ্রমণে গেলে এটা সহজেই সাথে রাখতে পারবেন, কেননা এটি সহজেই বহনযোগ্য। উন্নতমানের ফ্র্যাবিক্স ব্যাবহার করায় দীর্ঘদিন ব্যাবহার করতে পারবেন। 

 

আপনার আদরের বিড়ালের সমস্ত প্রয়োজনীয় খাবার, লিটার , এক্সেসোরিসের জন্য ভিজিট করুন www.amarpet.com।

Share

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2025 All Rights Reserved