menu logo
amar pet logo
বিড়াল কত বছর বয়সে বাচ্চা দিতে সক্ষম?

বিড়াল কত বছর বয়সে বাচ্চা দিতে সক্ষম?

বিড়ালের প্রজনন ও গর্ভধারণ প্রাকৃতিক প্রক্রিয়া হলেও সঠিক সময়, বয়স ও পরিচর্যার গুরুত্ব অপরিসীম। কত বয়সে বিড়াল বাচ্চা দিতে প্রস্তুত হয়, হিট সাইকেল কীভাবে কাজ করে, এবং গর্ভবতী বিড়ালের যত্নের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এই ব্লগটি।

user-profile

Tanvir Chowdhury

Writer

PUBLISHED ONNov 04, 2024

বিড়াল সাধারণত ৫ থেকে ১২ মাসের মধ্যে প্রজননের জন্য প্রস্তুত হয়ে যায়, তবে এটি বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে, যেমন জাত এবং স্বাস্থ্য। সাধারণভাবে, প্রথম গর্ভধারণ ১ বছর বয়সের মধ্যে ঘটে। একটি বিড়াল বছরে ২ থেকে ৩ বার বাচ্চা দিতে পারে, এবং প্রতিবার ৩ থেকে ৭টি বাচ্চা জন্ম দিতে পারে। তবে, বিড়ালের প্রজননের আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে নিশ্চিত হওয়া যায় তারা সুস্থ এবং শক্তিশালী।

প্রজনন প্রতিটি প্রানীরই জীবনকালের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রজননের মাধ্যমেই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি প্রানী তাদের বংশধর টিকিয়ে রেখেছে। স্তন্যপায়ী প্রানীদের ক্ষেত্রে এই প্রজনন ক্রিয়া অনেক জটিল ও কঠিন এবং ক্ষেত্র বিশেষ মৃত্যুর কারনও হতে পারে। তারপরেও কেউ প্রজনন ক্রিয়া বন্ধ করে না। মূলত বংশবৃদ্ধি এবং পৃথিবীর বুকে নিজেদের একটি প্রজন্ম রেখে যাওয়ার জন্য সব প্রানী প্রজনন ক্রিয়ায় অংশ নেয়। 

বিড়াল একটি স্তন্যপায়ী প্রানী। তাই এরা বাচ্চা নিজেদের গর্ভেধারন করে এবং প্রজননের মাধ্যমে নিজেদের বংশধর টিকিয়ে রেখেছে সেই সৃষ্টির শুরু থেকে। আজকের এই পোস্টে আমরা বিড়ালের প্রজনন ও গর্ভধারন সম্পর্কে যাবতীয় সকল জানা অজানা বিষয় নিয়েই আলোচনা করবো

বিড়ালের প্রজনন পরিপক্কতা

প্রজনন করার জন্য সাবার আগেই প্রয়োজন হয় প্রজনন পরিপক্কতার। একটি শিশু কোনদিন প্রজননে অংশ নিতে পারবে না কারন সে প্রজনন করার জন্য পরিপক্কতা অর্জন করেনি। স্তন্যপায়ী প্রানীদের দেহে একটি নির্দিষ্ট সময়ে যৌন হরমোন উৎপাদন শুরু হয়। যৌন হরমোন উৎপাদন শুরু হলে তখনি প্রজননের জন্য উপযুক্ত বিবেচনা করা যায়। 

বিড়াল কখন বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত হয়?

নতুন করে বিড়াল পোষা শুরু করা সৌখিন বিড়ালপ্রেমীদের একটি কমন প্রশ্ন বিড়াল কতো বছর বয়সে  বাচ্চা জন্ম দেয় কিংবা বিড়াল কতো বছর বয়সে গর্ভবতী হয়? 

এর এক কথায় উত্তর হচ্ছে বিড়াল ছয় মাস বয়সে থেকেই বাচ্চা জন্ম দিতে পারে। বিড়াল কতো বয়সে বাচ্চা দিবে তা নির্ভর করবে বিড়ালটির জাত কি তার উপর। কারন একেক জাতের বিড়াল একেক বয়সে এসে বাচ্চা জন্মদানের জন্য উপযুক্ত হয়। 

উদাহরন হিসেবে বলা যায় সিয়ামেজি জাতের বিড়ালগুলো মাত্র চার মাস বয়সেই বাচ্চা জন্ম দানের জন্য পরিপক্কতা অর্জন করে। অপরদিকে পার্সিয়ানা জাতের  বিড়ালগুলো বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত হতে সময় নেয় দশ মাস।

মজার ব্যাপার হচ্ছে বাচ্চা জন্মদানের জন্য স্ত্রী বিড়ালগুলো পুরষ বিড়ালের তুলনায় দুই এক মাস আগেই পরিপক্ক হয়ে উঠে। আবার যদি এক সাথে বেড়ে উঠা বিড়ালগুলো সব ভার্জিন হয় তবে তাদের  প্রজনন পরিপক্কতা খুব দ্রুত সময়ে হয়ে যায়।

প্রজনন পরিপক্কতা মানেই প্রজনন করা না। একটি বিড়াল যতো দ্রুতই প্রজনন পরিপক্কতা অর্জন করুক না কেনো বাচ্চা জন্মদানের জন্য নূন্যতম এক বছর অপেক্ষা করাই ভালো। এতে মা বিড়াল এবং বাচ্চা বিড়ালগুলোর স্বাস্থগত ঝুকি কম থাকে। একই সাথে নতুন জন্মদান করা বাচ্চাগুলোকে সামলানোর কৌশলও মা বিড়ালটি অর্জন করতে পারবে ভালোভাবে।

বিড়ালের Heat Cycle

প্রজনন পরিপক্কতা অর্জন করার পরেই স্ত্রী বিড়ালুগলোর মাজে estrous cycle শুরু হয়। এই estrous cycle এর ব্যাপ্তি ১৪-২১ দিন। আর এই সময়টাকেই বিড়ালের Heat Cycle বলা হয়। Heat Cycle বিড়ালের একটি স্বাভাবিক ঘটনা যদি না বিড়ালটি স্পেইড (Spayed) না হয়। Heat Cycle প্রজননক্ষম প্রতিটি বিড়ালের মাঝেই দেখা যায়। এসময় বিড়ালের স্বাভাবিক আচরনে অনেক পরিবর্তন দেখা যায়। যা বিড়ালের মালিক ভালো করে লক্ষ করলে বুজতে পারেন। বিড়ালের Heat Cycle এর লক্ষনগুলো জানার আগে জেনে নিই বিড়ালের Heat Cycle ব্যাপারটা কি?

বিড়ালের হিট সাইকেল (Heat Cycle) কতোদিন থাকে?

বিড়ালের হিট সাইকেলের ব্যাপ্তি সাধারনত এক সপ্তাহ। তবে পূর্বেই বলেছি বিড়াল Induced Ovulator তাই এরা কোনভাবে হিট সাইকেলে মিলিত হতে না পারলে হিট সাইকেল থেকে বের হয়ে যাবে এবং এক সপ্তাহ পরে আবার নতুন করে হিট সাইকেলে ফিরে আসবে। প্রজনন মৌসুমে পুরুষ সঙ্গীর সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকে।

আপনার বিড়াল যদি গর্ভবতী হয়ে থাকে তবে কিভাবে তার যত্ন নিবেন জানতে পড়ুন বিড়ালের বাচ্চা হওয়ার লক্ষণ ব্লগটি 

Share

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2024 All Rights Reserved