menu logo
amar pet logo
বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় ?

বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় ?

বিড়াল বা কুকুরের আঁচড় বা কামড়ের পর ২৪ ঘন্টার মধ্যে প্রথম টিকা নিতে হয়। প্রথম টিকার দিনকে ০ দিন ধরে ৩, ৭, ১৪ এবং ২৮তম দিনে বাকি টিকাগুলো নিতে হয়

user-profile

Tanvir Chowdhury

Sep 11, 2024

ইট-পাথরের এই শহরে যেখানে মানুষের মাঝে সম্পর্ক দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে একটু প্রশান্তি কিংবা একাকীত্ব দূর করতে অনেকেই এখন বিভিন্ন পোষা প্রাণী রাখছে।বিড়াল এর মধ্যে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এই বিড়াল যদি আপনাকে কামড় দেয় তখন কি করবেন?

ক্ষত যদি বেশি হয় অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে টীকা দিতে হবে।ক্ষত গভীর না হলে বা রক্ত পাত না হলে টীকা দেয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই হবে।     

বিড়ালের কামড় কতটা গুরুতর হতে পারে? 

বাংলাদেশের প্রেক্ষিতে বিড়ালের আঁচড় বা কামড় খাওয়া খুবই সাধারণ ঘটনা কেননা আমাদের রাস্তা ঘাটে প্রচুর বিড়াল দেখতে পাওয়া যায়। শুধু তাই নয় বর্তমানে পোষ্য প্রাণী হিসেবে বিড়ালের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কিন্তু আপনার আদরের বিড়াল'টি আপনাকে কামড় দিলে আপনার করণীয় কি হতে পারে তা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিড়ালের কামড়ে কোন সমস্যা হয় না, কিন্তু স্থান ও সময় ভেদে তা গুরুতর হতে পারে। 

বিড়ালের কামড় ক্ষতিকারক কেন? 

বিড়ালের নখ ও দাঁত সাধারণত অনেক ধারালো হয়ে থাকে। যার ফলে আঁচড় বা কামড় থেকে গভীর ক্ষত হতে পারে। বিড়ালের আঁচড়ে যদি কোন ইনফেকশন হয়ে থাকে তবে তা ১২-১৪ ঘণ্টার মধ্যে তার প্রভাব ফেলা শুরু করে। 

ক্ষত স্থান'টি লাল হয়ে ফুলে যেতে পারে আর ব্যাথা হয়ে থাকে। যদিও পোষ্য বিড়ালদের বেশিরভাগ সময়"ই ভ্যাক্সিনেশন করানো হয়ে থাকে যার ফলে বাসার বিড়ালের থেকে রোগ হওয়ার সম্ভবনা অনেক কম।

 

আপনার আদরের বিড়ালের যাবতীয় প্রয়োজনীয় জিনিস পেতে ভিজিট করুন www.amarpet.com

বিড়ালের কামড়ে তাৎক্ষনিক করণীয়ঃ

বিড়ালের কামড়ে যদি ক্ষত গভীর হয় কিংবা রক্ত বের হয় আমরা তাৎক্ষনিক ভাবে যা করতে পারি: 

  1. ক্ষত স্থান দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলব। সব থেকে ভালো হয় সাবান দিয়ে যদি ধোয়া যায়, কেননা সাবানের মধ্যে থাকা এন্টিবায়োটিক উপাদান ব্যাকটেরিয়া মেরে ফেলবে। 
  2. কয়েকমিনিট পানির নিচে ক্ষত স্থানটি রাখব। 
  3. ব্লিডিং যদি বন্ধ না হয় তবে চেপে ধরে কিংবা ব্যান্ডেজ এর সহয়াতায় রক্ত পরা বন্ধ করবো। 
  4. যদি সম্ভব হয় এন্টিবায়োটিক ক্রিম দেব।
  5. যত দ্রুত সম্ভব ডাক্তার এর কাছে নিয়ে যাবো।
  6. ২৪ ঘণ্টার মধ্যে ভ্যাক্সিন দেয়া উচিৎ। 

টিকা দেওয়ার নিয়মাবলী 

জলাতঙ্কের দুই ধরনের টিকা রয়েছে। একধরনের টিকা মাংসপেশিতে (শুধু বাহুতে) এবং অন্যটি চামড়ায় দিতে হয়। চামড়ায় দেওয়া টিকা বেশি কার্যকর, কম খরচ হলেও প্রশিক্ষিত জনবলের অভাবে মাংসপেশির টিকাই বেশি প্রচলিত।

আগে কিংবা গত পাঁচ বছরে টিকা দেওয়া হয়নি, এমন ব্যক্তি বা শিশুর জন্য ডোজ: ০ (কামড় নয়, টিকা দেওয়ার দিন), ৩, ৭, ২৮তম দিন। আরেকটি সূচি হচ্ছে ০তম দিনে দুই বাহুতে ২টি টিকা এবং ৭ ও ২১তম দিনে ১টি করে টিকা।

যে বিড়ালটি আপনাকে কামড়েছে তা র‍্যাবিস ভাইরাসে আক্রান্ত কিনা তা বোঝার কিছু উপায় আছে। যে বিড়াল'টি কামড় দিয়েছে সে যদি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তবে সে ক্রমাগত লালা ঝরাতে থাকবে, অসুস্থ থাকবে এবং সেই সাথে জোড়ে জোড়ে নিশ্বাস নিতে থাকবে। এছাড়াও র‍্যাভিস আক্রান্ত বিড়াল ৮-১০ দিনের মধ্যে মারা যায়। আপনি যদি দেখেন আপনাকে কামড়ানো বিড়ালটি অসুস্থ তবে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন।

পোষা বিড়ালের কামড়ের খেত্রে রোগ হওয়ার সম্ভবনা যদিও কম তবুও সতর্ক থাকা জরুরী । আপনার  বিড়ালকে নিয়মিত ভ্যাক্সিনেশন করানোর মাধ্যমে আপনার আদরের বিড়াল ও আপনার পরিবার থাকবে নিরাপদ

বিড়াল'কে নিয়মিত গোসল করানো সেই সাথে তাদের কান পরিষ্কার করাও জরুরী । এতে রোগবালাই হওয়ার সম্ভবনা অনেকাংশে কমে যায়। 

আপনি যদি নিয়মিত আপনার আদরের প্রাণীর নখ কেটে রাখেন তবে আঁচড় খাওয়ার প্রবণতাও কমে যাবে। আপনার বিড়ালের শ্যাম্পু, নেইল কাটার সহ যাবতীয় জিনিস পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.amarpet.com 

Related Products

Bioline Flea & Tick Spray for Cat 175ml
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
Robot Shape Education Toy for Cats & Dogs
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon

More Blog Articles

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2025 All Rights Reserved