menu logo
amar pet logo
কুকুর কামড়ালে কতদিনের মধ্যে টিকা দেওয়া উচিত? জানুন জরুরি পদক্ষেপ

কুকুর কামড়ালে কতদিনের মধ্যে টিকা দেওয়া উচিত? জানুন জরুরি পদক্ষেপ

কুকুর কামড়ালে জলাতঙ্ক প্রতিরোধে প্রথম পদক্ষেপ হিসেবে ১৫-২০ মিনিট সাবান দিয়ে ধুয়ে ফেলুন এবং ২-৫ দিনের মধ্যে টিকা নিন। ক্ষত ক্যাটাগরি অনুযায়ী টিকা প্রয়োজনীয়তা আলাদা হতে পারে। বিস্তারিত জানুন।

user-profile

Tanvir Chowdhury

Nov 04, 2024

কুকুরের কামড়ে তাৎক্ষনিক ভাবে আমাদের করনীয় কি হতে পারে ? 

কুকুর কামড় দিলে বা আঁচড় কাটলে যদি কোন ধরনের ক্ষত তৈরি হয় তাহলে ক্ষতস্থান তাৎক্ষণিকভাবে ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে কাপড় ধোয়ার ক্ষারযুক্ত সাবান দিয়ে ফেনা উঠিয়ে ধুতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না, কুকুরের কামড় বা আঁচড় দেয়ার ২ থেকে ৫ দিনের মধ্যে অবশ্যই টিকা নিতে হবে।

পোষা প্রাণী হিসেবে কুকুর আমাদের কাছে অনেক জনপ্রিয়। কুকুরের কিছু স্বভাবগত বিশেষ করে এর প্রভু ভক্ত বৈশিষ্ট্যের জন্য কুকুর আমাদের মাঝে এত বেশি প্রিয়। তবে আপনার এই প্রিয় পোষা প্রাণীর কামড় থেকেই হতে পারে মরণব্যাধি জলাতঙ্ক রোগ। জলাতঙ্কের ইনকিউবেশন পিরিয়ড থাকে অর্থাৎ কুকুরের কামড়ের কারণে র‌্যাবিস ভাইরাস শরীরে প্রবেশের পর লক্ষণ বা উপসর্গের বিকাশে যে সময় লাগে সেটি এক বছর পর্যন্তও হতে পারে। তবে সাধারণভাবে এই সময়কাল ৩ মাস ধরা হয়।  অনেক সময় ইনকিউবেশন পিরিয়ড ক্ষতস্থান কোথায় তার ওপর নির্ভর করে। কুকুরের কামড় বা আঁচড় যদি ঘাড় বা মাথায় হয় তাহলে ইনকিউবেশন পিরিয়ড কমে আসবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যত কাছাকাছি কামড় বা আঁচড় দিবে তত তার  ইনকিউবেশন পিরিয়ড হ্রাস-বৃদ্ধি হবে।

কুকুরের কামড় বা আঁচড়ের ফলে সৃষ্ট ক্ষতস্থানকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন-

ক্যাটাগরি ১: শরীরে যেখানে কোনো ক্ষতস্থান থাকে না। কুকুরের সংস্পর্শে আসা, কুকুরকে খাওয়ানোর সময়, আদরের সময় লালা লেগে গেছে কিন্তু কোনো কামড় বা আঁচড় হয়নি বা কোনো ক্ষতস্থানে লালা লাগেনি সেক্ষেত্রে এটি ক্যাটাগরি ১। এর জন্য টিকা নেওয়ার প্রয়োজন নেই। জায়গাগুলো সাবান পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে।

ক্যাটাগরি ২: এক্ষেত্রে কুকুরের কামড় বা আঁচড়ের ফলে শরীরে ক্ষত থাকে, কিন্তু রক্তপাত হয় না। এর জন্য অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন (এআরভি) নিতে হবে।

ক্যাটাগরি ৩: এক্ষেত্রে শরীরে ক্ষত থাকে এবং রক্তপাত হয়। এ ছাড়া মাথায়, বুকে বা ঘাড়ে কুকুরের কামড় বা আঁচড়ে রক্তপাত হোক বা না হোক, সেটিকে ক্যাটাগরি ৩ ধরা হয়। কারণ এই জায়গাগুলো মস্তিষ্কের একদম কাছাকাছি। র‌্যাবিস ভাইরাসটি মস্তিষ্কে ছড়িয়ে পড়ে প্রদাহ সৃষ্টি করে ফলে মৃত্যু হয়। এক্ষেত্রে রোগীকে জলাতঙ্কের টিকা নিতে হবে। বিশেষ করে ক্যাটাগরি ৩ বাইটের জন্য। 

জলাতঙ্ক ও কুকুর কামড়ালে কিভাবে বুঝবেন এই নিয়ে জানতে পড়ুনঃ কুকুর কামড়ালে কতদিনের মধ্যে জলাতঙ্ক রোগ হয়

 

Related Products

More Blog Articles

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2025 All Rights Reserved