menu logo
amar pet logo
পোষা প্রাণীর মুখের খাবার খাওয়া নিরাপদ কি? সতর্কতা ও যত্নের উপায়

পোষা প্রাণীর মুখের খাবার খাওয়া নিরাপদ কি? সতর্কতা ও যত্নের উপায়

পোষা প্রাণীর মুখের খাবার খাওয়া কি নিরাপদ? জেনে নিন কীভাবে বিড়াল বা কুকুর থেকে রোগ-জীবাণু ছড়ানো রোধ করা যায় এবং সুস্থ থাকার উপায়।

user-profile

Tanvir Chowdhury

Writer

PUBLISHED ONDec 01, 2024

আমরা যারা বিড়াল পালি আমাদের মাঝে একটা প্রশ্ন থাকে যে বিড়ালের মুখের খাবার খেলে কি আমাদের কোন ক্ষতি হয় কিংবা বিড়ালের মুখের খাবার কি খাওয়া যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। কেননা বিড়ালের উচ্ছিষ্ট অপবিত্র নয়; বরং তা পবিত্র। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়। এটা তোমাদের আশেপাশে ঘনঘন বিচরণকারী বা বিচরণকারিণী (আবূ দাঊদ, হা/৭৫, সনদ হাসান ছহীহ; ইবনু মাজাহ, হা/৩৬৭; নাসাঈ, হা/২৬৮; আহমাদ, হা/২৩১৯১; মিশকাত, হা/৪৮২)। তবে তার মুখে অপবিত্র কিছু লেগে থাকলে তা না খাওয়া উত্তম। 

বিড়াল খাবারে মুখ দিলে তা খাওয়া মানুষের জন্য কি ক্ষতিকর ? 

ভালোবেসে কিংবা শখের বসে আমরা অনেকেই বিড়াল পুষে থাকি, বিড়ালের আমাদের গৃহে আমাদের সাথেই চলাচল করে । অনেকসময় দেখা যায় তারা আমাদের খাবারে মুখ দিচ্ছে বা খাবার খেয়ে ফেলতেসে, এখন এই অবস্থায় অনেকেই দুশ্চিন্তায় থাকেন যে আমাদের কোন শরীর খারাপ কিংবা অসুস্থা দেখা দিবে নাকি। এখানে ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই। আপনার পোষা বিড়ালের থেকে আপনার রোগ হওয়ার কোন সম্ভবনা নেই। 

তবে এখানে কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা অনেক সময় আমাদের বাড়িতে পোষা বিড়ালের রোগ থেকে থাকতে পারে যা আমরা জানি না। আবার দেখা যায় অনেকে সময়মতন বিড়ালের ভ্যাক্সিনেশন করায় না , এখন ভ্যাক্সিনেশন না করানোর জন্য যদি বিড়ালের কোন রোগ হয়ে থাকে এবং আপনার খাবারে মুখ দেয়ার ফলে বিড়ালের লালা থেকে আপনার ও আপনার পরিবারের বাকি সদস্যের মাঝে এই রোগ ছড়িয়ে যেতে পারে। তাই নিজের ও বিড়ালের সুস্থতার জন্য প্রিয় পোষা প্রাণীকে নিয়মিত ভ্যাক্সিন দেয়া উচিৎ। 

আবার অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির পোষা বিড়ালের বাহিরে যাওয়ার অভ্যাস থাকে। আপনার বিড়াল ভ্যাক্সিনেশন করানো আছে আবার বিড়ালের বাহিরে যায় সেক্ষেত্রে বিড়াল বাহিরে থেকে জীবাণু নিয়ে আসার সম্ভবনা অনেক বেশি থাকে। এজন্য বাসায় পালিত পোষা প্রাণীকে বাহিরে না যেতে দেয়াই ভালো। আর যদি যায় তবে অবশ্যই তার মুখে দেয়া কোন খাবার না খাওয়াই উত্তম হবে। 

সতর্কতা অবলম্বন 

বিড়ালের মুখের লালা থেকে আমাদের যেন কোন রকম ক্ষতি না হয় এজন্য আমাদের উচিৎ বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা। সবথেকে কার্যকরী উপায় হচ্ছে আমাদের পোষা প্রাণীকে নিয়মিত ভ্যাক্সিনেশন করানো, তাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া কেননা যত্নবান না হলে বিড়ালের বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ হওয়ার সম্ভবনা রয়ে যায় আর বিড়াল'দের থেকে আমাদের মাঝেও রোগ ছড়াতে পারে। এজন্য শুরুতেই সতর্ক থাকা অতীব জরুরী। বিড়ালের খাবার পাত্র আলাদা হওয়া উচিৎ, এবং তাদের পাত্র প্রতিবেলা খাওয়ানোর পর ভালো করে ধুয়ে ফেলা জরুরী। এখানে মনে রাখা জরুরী বিড়ালের খাবার পাত্র ধোয়ার জন্য আলাদা মাজুনী ব্যবাহার করা উচিৎ।

আপনার যদি কোন গুরুতর রোগ থেকে থাকে তবে অবশ্যই আপনাকে কুকুর কিংবা বিড়াল থেকে সাবধানতা অবলম্বন করা উচিৎ। এছাড়াও বিড়াল'কে নিয়মিত টিকা প্রদানের পাশাপাশি আমাদের উচিৎ তাদের ভালো মানের খাবার খাওয়ানো কেননা খারাপ কোয়ালিটির খাবারের ফলে বিড়ালের নানা বিধ রোগ দেখা যায়। উন্নতমানের খাবার পেতে ভিজিট করুন https://amarpet.com/category/cat-food 

পোষা প্রাণীর মুখের খাবার খাওয়া নিরাপদ হলেও অনেক সময় তাদের থেকে আমাদের অনেক সময় রোগ বালাই হওয়ার সম্ভবনা থাকতে পারে , তবে আপনি যদি আপনার পোষা প্রাণীর সঠিক ও নিয়মিত যত্ন নেন তবে তারা থাকবে সুস্থ ও রোগমুক্ত। আপনার পোষা প্রাণীর সুস্থতার উপরে আপনার সুস্থতার অবস্থা অনেকাংশে নির্ভর করে তাই পোষা প্রাণীকে নিয়মিত ভেট দেখান ও তাদের টিকা দিন।   

Share

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2024 All Rights Reserved