menu logo
amar pet logo
বিড়াল সম্পর্কে মজার অজানা ৫ টি বাক্য

বিড়াল সম্পর্কে মজার অজানা ৫ টি বাক্য

যান্ত্রিক শহরে মানুষ এখন অনেক বেশি পোষা প্রাণী বিশেষ করে বিড়াল পছন্দ করছে। বিড়াল শুধু সঙ্গী হিসেবে নয় বরং মানসিক প্রশান্তি ও একাকীত্ব দূর করতে সাহায্য করে। বিড়ালদের সম্পর্কে কিছু মজার তথ্য ও তাদের বিভিন্ন স্বভাব যেমন গোঁফ দিয়ে গর্ত মাপা, নিশাচর স্বভাব, এবং মন ভালো করার ক্ষমতা তুলে ধরা হয়েছে। বিড়ালদের পরিচর্যা ও প্রয়োজনীয় জিনিস কেনার জন্য amarpet.com-এ ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।

user-profile

Tanvir Chowdhury

Oct 22, 2024

ইট-পাথরের এই শহরে যেখানে মানুষের মাঝে সম্পর্ক দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে একটু প্রশান্তি কিংবা একাকীত্ব দূর করতে অনেকেই এখন বিভিন্ন পোষা প্রাণী রাখছে। আর এই একাকীত্ব দূর করতে পোষা প্রাণী হিসেবে আমাদের অন্যতম পছন্দের শীর্ষে রয়েছে বিড়াল। বিড়াল যে শুধু মানুষের একজন সাথী হয়ে উঠে তা নয় বরং আমাদের মন খারাপ, স্ট্রেসের সময় তারা আমাদের পাশে থাকে। আমাদের নিত্যদিনের নানান কর্ম ব্যাস্ততার পর নিজেদের বাসায় গিয়ে যখন দেখি ছোট্ট একটি প্রাণী আমাদের অপেক্ষায় রয়েছে তখন এক অন্যরকম প্রশান্তি কাজ করে। 

বিড়াল নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই । তাদের নিয়ে পাঁচটি বাক্য দেয়া হলো নীচেঃ 

  1. বিড়ালকে একটি গৃহপালিত প্রাণী বলা হয়।
  2. বিড়াল প্রতদিন ১২ ঘন্টা থেকে ১৬ ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে থাকে।
  3. একটি বিড়াল ১ ঘন্টায় সর্বোচ্চ ৪৮ কিলোমিটার দৌড়ে পথ পাড়ি দিতে পারে।
  4. বিড়ালের উচ্চতা সাধারণত ২৩ সে.মি থেকে ২৫ সে.মি হয়ে থাকে।
  5. বিড়াল অধিকাংশ সময় দিনে ঘুমিয়ে থাকে ও রাতে জেগে থাকে। এজন্য বিড়ালকে নিশাচর প্রাণী বলা হয়।

আপনার আদরের বিড়ালের যাবতীয় প্রয়োজনীয় জিনিস পেতে ভিজিট করুন www.amarpet.com

বিড়াল নিয়ে আরোও কিছু মজার তথ্য নিচে দেয়া হলোঃ 

  1. বিড়াল গোঁফ দিয়ে গর্ত মেপে ঠিক করে সেখানে মাথা প্রবেশ করাবে কিনা।* প্রতিটি মানুষের আঙুলের ছাপ যেমন আলাদা তেমনি বিড়ালের গোঁফও আলাদা।
  2. বিড়ালের জিভে সেন্সর কম (৪৭৩টি) থাকায় স্বাদ বোঝার জন্য তারা নাক দিয়ে গন্ধ নেয়।
  3. বিড়ালের আদুরে গরগর আওয়াজ মানুষের রক্তচাপ কমায়।
  4. কোনো কিছু পরিষ্কার দেখার জন্য মানুষের যতটা আলোর প্রয়োজন, তার ছয় ভাগের একভাগ আলোতেই সেই বস্তুটি পরিষ্কার দেখতে পারে বিড়াল।
  5. পৃথিবীর সব প্রাণীর মধ্যে শরীরের অনুপাতে বিড়ালের চোখই সবচেয়ে বড়।
  6. সব বিড়ালের ‘মিঁউ, মিঁউ’ ডাক একরকম নয়। দেশভেদে এটি আলাদা। যেমন- ডেনমার্কের ‘মিয়াভ’, নেদারল্যান্ডসের ‘মিয়াউ’, ইংল্যান্ডের ‘মিয়ো’, ফ্রান্সের ‘মিয়াও’, গ্রিসের ‘নাইউ’ এবং জাপানের বিড়ালের ডাক নাকি ‘ন্যায়ান, ন্যায়ান’-এর মতো শোনায়।

বিড়াল বাসায় থাকলে কোন অশুভ শক্তি বাসায় আসতে পারে না এমন আরও বহু কথা আমাদের মাঝে প্রচলিত রয়েছে। বিড়াল অত্যন্ত আরাম প্রিয় ঘুম কাতুরে শ্রেণির প্রাণী। দিনের বেশিরভাগ সময় এড়া ঘুমিয়ে কাটাবে । সজাগ হলেই নানা ধরনের খেলায় মত্ত হয়ে থাকবে।

পোষা প্রাণী হিসেবে বিড়াল মানুষের অন্যতম পছন্দ। বিড়াল সম্পর্কে আরোও অজানা জানা তথ্য পাবেন আমাদের ব্লগে। 

Related Products

inactive-wishlist-icon
Whiskas Adult Cat Food Grilled Saba 1.2kg
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
inactive-wishlist-icon

More Blog Articles

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2025 All Rights Reserved