menu logo
amar pet logo
বাচ্চা বিড়াল কতদিন মায়ের দুধ খায় এবং মা বিড়াল না থাকলে করণীয়

বাচ্চা বিড়াল কতদিন মায়ের দুধ খায় এবং মা বিড়াল না থাকলে করণীয়

বাচ্চা বিড়াল সাধারণত ১ মাস পর্যন্ত মায়ের দুধ খায় এবং তাদের সলিড খাবারের প্রতি অভ্যস্ত হতে দেড় মাস সময় লাগে। তবে মা বিড়াল না থাকলে কিটেন ফর্মুলা ও হিটিং প্যাড ব্যবহার করে যত্ন নেওয়া জরুরি।

user-profile

Tanvir Chowdhury

Oct 31, 2024

বাচ্চা বিড়ালের জন্মের পর ১৩ থেকে ১৪ সপ্তাহ পর্যন্ত মা বিড়ালের সাথে থাকা উচিৎ। কেননা বাচ্চা বিড়াল প্রায় এক মাস পর্যন্ত মায়ের দুধ খায়। এবং তাদের শারীরিক ভাবে মোটামুটি পরিপক্ব ও সলিড খাবার শুরু হতে দেড় মাস সময় পর্যন্ত লাগে তাই এইটুকু সময় বাচ্চা বিড়ালের তার মায়ের সাথে রাখা অত্যন্ত জরুরী। 

বিড়ালের বাচ্চার সাধারণত প্রথম এক মাস মায়ের দুধ খাওয়ার প্রয়োজন পরে কিন্তু তার মানে এই না যে এরপর আর তারা খায়না। কিন্তু একমাস পর থেকে বাচ্চা বিড়াল সলিড খাবার খাওয়া শুরু করতে পারে অল্প পরিমাণে। ১২-১৩ সপ্তাহ পর্যন্ত মায়ের সাথে থাকা বাচ্চা বিড়ালগুলোকে প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার সুযোগ দেয়, যাতে তারা সুস্থ ও সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে। 

বাচ্চা বিড়ালগুলো কতদিন দুধ খায়?

মা বিড়াল সাধারণত এক মাস বয়স থেকে তাদের বাচ্চা বিড়ালগুলোকে দুধ খাওয়ানো কমিয়ে দিতে শুরু করে। তবে এর মানে এই নয় যে, এ সময়ে বিড়ালগুলো নতুন বাড়িতে যেতে পারে। বিড়ালগুলো সম্পূর্ণরূপে দুধ খাওয়া ছাড়তে ৮ থেকে ১০ সপ্তাহ পর্যন্ত সময় নিয়ে থাকে। এক মাস পাড় হয়ে গেলে বিড়ালগুলো মাঝে মাঝে মায়ের দুধ খেতে পারে, কিন্তু বিড়াল এই সময়টা বাড়তি বা সলিড খাবার খেতেও শুরু করে। বিড়াল যখন দুধ খাওয়া একেবারেই ছেড়ে দেয় তখন আপনি লক্ষ্য করবেন যে বিড়ালটি মায়ের দুধ কম এবং অন্যান্য দানাদার খাবার বেশি খাচ্ছে। তবে, বিড়ালকে শুকনো খাবারে অভ্যস্ত করতে কিছু সময় লাগতে পারে, তাই এখানে জোর করা বা তাড়াহুড়ো করা উচিত নয়।

যদি মা বিড়াল না থাকে তাহলে কী করবেন?

যদি মা বিড়ালটি জন্ম দেওয়ার সময় মারা যায়, কিংবা দুধ খাওয়াতে না পারে দুর্বল থাকে, অথবা কোন দুর্ঘটনার শিকার হয় তাহলে বাচ্চা বিড়ালগুলোকে তখন  কিটেন ফঈমুলা খাওয়াতে পারেন।

CocoKat Milk Replacer for Kittens 150g

অত্যন্ত উন্নতমানের ও পুষ্টি গুণ সম্পন্ন ফর্মুলা AmarPet- এ পেতে ভিজিট করুনঃ https://amarpet.com/product/cocokat-milk-replacer-for-kittens-150g  

অনেক ছোট বয়সে বিড়ালের বাচ্চা, মা হারা হয়ে গেলে তখন তাদের বেচে থাকার জন্য অনেক লড়াই করতে হ হয়। এই সময়ে আপনি তাদের নিজ হাতে আদর যত্ন করে বড় করতে পারেন। এই সময় বিড়াল তার কিটেন দের যেহেতু নিজের উষ্ণতা দিয়ে শরীর গরম রাখতো মা হারা হয়ে অনেক বিড়াল'ই মারা যেতে পারে ঠাণ্ডায়। আপনি তাদের শরীর উষ্ণ রাখতে হিটিং প্যাড কিনে দিতে পারেন এতে করে তাদের শরীর গরম থাকবে ও তারা অসুস্থ হবে না ।

Premium Waterproof Safety Pet Heating Pad Mat Bed for Cats & Dogs with Chew Resistant Cord

হিটিং প্যাড কিনতে ভিজিট করুনঃ https://amarpet.com/product/premium-waterproof-safety-pet-heating-pad-mat-bed-for-cats-dogs-with-chew-resistant-cord 

খুব তাড়াতাড়ি মায়ের কাছ থেকে বিড়ালগুলোকে নেওয়া হলে কী হয়?

যদি একটি বিড়ালকে তার মায়ের কাছ থেকে খুব তাড়াতাড়ি নেওয়া হয় এবং নতুন বাড়িতে পাঠানো হয়, তাহলে এর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে।

একটি বিড়ালের জীবনের প্রথম কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের দুধে থাকা কোলস্ট্রাম এবং পুষ্টি শক্তিশালী হাড়ের বিকাশ, চোখের স্বাস্থ্য এবং সম্পূর্ণ অঙ্গের বিকাশের জন্য জরুরী ভূমিকা পালন করে । তাই যদি বিড়ালটি খুব তাড়াতাড়ি মায়ের থেকে আলাদা করা হয়, তবে আপনার বিড়ালের ভবিষ্যতে আরো স্বাস্থ্যের সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে । তাদের স্বাস্থ্যগত ঝুকি কমাতে অবশ্যই কিটেন ফরমুলা খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ন্য। 

বিড়ালকে এডপশনে নেওয়ার জন্য আদর্শ বয়স

বিড়ালগুলোকে নতুন বাড়িতে ১২ সপ্তাহ বয়সে পাঠানো উচিত। যদিও কিছু বিড়াল আগে যেতে পারে, তবে ১২ অথবা ১৩ সপ্তাহের কাছাকাছি অপেক্ষা করা হলে বিড়ালটি আরো ভালো অবস্থায় থাকবে। মা এবং সাথীদের সাথে অতিরিক্ত সময় কাটানোর ফলে বিড়ালের স্বাস্থ্য, সামাজিকীকরণ এবং সঠিকভাবে বিকশিত হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়ে।

বাচ্চা বিড়াল যেন পর্যাপ্ত পরিমাণের দুধ খায় তার জন্য আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন আপনার মা বিড়াল প্রোটিন জাতীয় খাবার সঠিক পরিমাণে খাচ্ছে। পাশাপশি যদি মা বিড়াল জীবিত না থাকে কিংবা দুধ খাওয়ানোর মতন অবস্থায় না থাকে তবে বিড়ালের বাচ্চাকে বিকল্প হিসেবে অবশ্যই কিটেন ফর্মুলা খাওয়াবেন।

 

Related Products

inactive-wishlist-icon
Paw Paw Adult Cat Canned Food Beef 400gm
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
Paw Paw Adult Dry Cat Food Fish 1.5kg
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon

More Blog Articles

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2025 All Rights Reserved