menu logo
amar pet logo
বিড়ালকে লিটার বক্স ট্রেইন করানোর কার্যকরী ৬টি উপায়

বিড়ালকে লিটার বক্স ট্রেইন করানোর কার্যকরী ৬টি উপায়

বিড়ালকে লিটার বক্স ট্রেইন করানো কঠিন কিছু নয়। সময় নিয়ে সঠিক পদ্ধতি অনুসরণ করলে আপনার আদরের বিড়াল লিটার বক্স ব্যবহারে দক্ষ হয়ে উঠবে। জেনে নিন কিভাবে বিড়ালকে লিটার বক্সে প্রশিক্ষণ দিবেন এবং লিটার বক্স ব্যবহারের সঠিক পদ্ধতি।

user-profile

Tanvir Chowdhury

Writer

PUBLISHED ONOct 31, 2024

বিড়ালের পটি ট্রেইন করানো খুব কষ্টসাধ্য কোন বিষয় নয়। একটু সময় নিয়ে ধৈর্য্য ধারণ করে আপনার আদরের  বিড়ালকে পটি ট্রেইন্ড করানো সম্ভব। আশাকরছি লিটারে ট্রেনিং প্রক্রিয়া আপনার বিড়ালকে আস্তে আস্তে এবং পরিষ্কারভাবে টয়লেট ব্যবহার করা শিখিয়ে দিবে । আপনার বিড়াল প্রতিবার খাওয়ার পর তাকে লিটারে বসিয়ে দিন এতে শয়ে বুঝতে পারবে এটা তার বাথরুম ও এখানে পই পটি করতে হবে। কয়েকবার এই অভব্যাস করালে পরের থেকে বিড়াল নিজেই সেখানে যাবে। 

বিড়াল জন্ম থেকে litter box ব্যবহার করতে জানে না। বাচ্চা বিড়ালগুলো মায়ের কাছ থেকে বাথরুমের ব্যবহার শিখে। যখন আমরা তাদের প্লাস্টিকের একটি বক্সে litter দিই, তখন আমাদের তাদের শেখাতে হয় যে এটিই তাদের বাথরুম।আপনার বিড়ালটি যখন litter box ব্যবহার করে তখন তাকে আদর করুন,  সঠিক জায়গায় বাথরুম করলে তাকে পুরষ্কার হিসেবে ট্রিট দিন বা খেলাধুলার মাধ্যমে ব্যস্ত রাখুন। কখনোই আপনার বিড়ালকে ভুল ব্যবহারের জন্য শাস্তি দেবেন না বা ভয় দেবেন না।

বিড়ালকে litter ট্রেনিং (বাড়িতে প্রশিক্ষণ দেওয়া) করার পদক্ষেপ

১। বিড়ালের litter box এর অবস্থান বিড়ালের জন্য একটি সুবিধাজনক এবং নিরিবিলি স্থানে litter boxটি রাখুন। নিশ্চিত করুন যে litter boxটি আপনার বিড়ালের জন্য সঠিক আকারের । সাধারণ নিয়ম হলো, litter boxটি বিড়ালের দৈর্ঘ্যের দেড় গুণ হওয়া উচিত। নিশ্চিত না হলে বড় আকারের বক্স ব্যবহার করুন!

২। বিড়ালের জন্য litter এর প্রকার প্রথমত, বেশিরভাগ বিড়াল নরম এবং ছোট দানা বিশিষ্ট litter পছন্দ করে। আপনার বিড়াল হয়তো একটি litter অন্যটির চেয়ে পছন্দ করবে, তাই যখন আপনি যা পছন্দ করে তা খুঁজে পাবেন, সেটির সাথে থাকুন। কীভাবে জানবেন সে কী পছন্দ করে? বিভিন্ন litter সহ বেশ কয়েকটি litter box রাখুন এবং তাকে নিজের পছন্দ নির্বাচন করতে দিন।

যদি আপনার একাধিক বিড়াল থাকে তবে বিড়ালের জন্য একটি litter box এবং একটি অতিরিক্ত রাখা উচিত। বিড়ালের অন্যতম জনপ্রিয় একটি লিটার হচ্ছে Coziecat Premium Clumping Cat প্রোডাক্ট ইমেজ 

৩। আপনার বিড়ালকে litter box এ নিয়ে যাওয়া খাবার এবং ঘুমের পরে তাকে litter box এ নিয়ে যান যতক্ষণ না সে বুঝতে পারে। যদি তার বক্স একটি আলাদা কক্ষে থাকে, তাহলে খাবার এবং ঘুমের পরে তাকে সেই কক্ষে নিয়ে যান এবং দরজা বন্ধ করুন। ভালোমানের লিটার বক্স কেনা অত্যন্ত জরুরী। উন্নতমানের লিটার ও লিটার বক্স পেয়ে যাচ্ছেন এখন AmarPet- এ। 

৪। বিড়ালকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ট্রিট ব্যবহার করুন সে যখন litter box ব্যবহার করে তখন তাকে একটি পুরস্কার হিসেবে খেলনা কিংবা ট্রিট দিন।

৫। আপনার বিড়ালের litter box পরিষ্কার করা প্রতিদিন litter boxটি পরিষ্কার করুন এবং ব্যবহৃত litter এর উপর ভিত্তি করে প্রতি এক বা দুই সপ্তাহে বক্সটি ধোয়ার ব্যবস্থা করুন।

৬। যদি আপনার বিড়ালেরভুলবশত অন্য স্থানে পই বা পটি করে দেয় তবে তাকে বকা দিবেন না, কখনোই চিৎকার করবেন না বা মারবেন না। 

মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনার বিড়ালের litter box তার জীবনের একটি বড় অংশ। এটি পরিষ্কার রাখুন যাতে সে এটি ব্যবহার করতে উপভোগ করে। বিড়ালের litter box রক্ষণাবেক্ষণের বিষয়ে জানুন।

Share

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2025 All Rights Reserved