menu logo
amar pet logo
বিড়ালের লোম: আপনার জন্য ক্ষতিকর কি?

বিড়ালের লোম: আপনার জন্য ক্ষতিকর কি?

বিড়ালের লোম সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়, তবে কিছু মানুষ এলার্জিতে ভোগেন। বিড়াল যখন তাদের লোম চাটে, তখন লালার প্রোটিন Fel D 1 লোমের সাথে লেগে যায়, যা কিছু মানুষের জন্য এলার্জি তৈরি করতে পারে। এছাড়া, স্ট্রে বিড়াল থেকে Toxoplasmosis রোগ হতে পারে, কিন্তু গৃহপালিত বিড়ালের ক্ষেত্রে এই ঝুঁকি কম। বিড়ালের লোম ঝরা কমাতে নিয়মিত গ্রুমিং, ভালো মানের খাবার, এবং পরিষ্কার পরিবেশ রাখা জরুরি। একটু সতর্কতা অবলম্বন করলে আপনি ও আপনার বিড়াল সুখী এবং সুস্থ থাকতে পারবেন।

user-profile

Tanvir Chowdhury

Oct 01, 2024

আমাদের আদরের বিড়ালের লোম কি কোনোভাবে আমাদের ক্ষতি করছে? 

আমরা যখন আমাদের বিড়াল'কে আদর করি কম বেশি আমাদের সকলের মাথাতেই এই প্রশ্ন এসেছে যে আমাদের বিড়ালের এই লোম কি আমাদের কোন ভাবে ক্ষতি করছে? বিশেষ করে আমাদের বাসায় যদি ছোট কোন বাচ্চা থেকে থাকে তবে এই ভয় আরোও মারাত্মক আকারে ধারণ করে। 

আমাদের আদরের পোষা বিড়াল আমাদের কাছে অনেক প্রিয়। বাসার এই ছোট্ট আদুরে সদস্য কে ভালোবাসা দিয়ে মাতিয়ে রাখি সবসময়। তারা তাদের ছোট নরম তুলতুলে পা নিয়ে যখন সারা ঘর দৌড়ে বেড়ায় আমরা অন্যরকম শান্তি অনুভব করি। কিন্তু সেই সাথে তাদের লোম সারা বাড়ি ছেয়ে গেলে এই দুশ্চিন্তাও করি যে তাদের লোম আমাদের জন্য কতটা নিরাপদ? 

তবে ভয়ের কোনো কারণ নেই বিড়ালের লোম পারত পক্ষে আমাদের কোন ক্ষতি করে না। চলুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক।  

বিড়ালের লোম থেকে আমাদের কি রোগ হয়? 

বৈজ্ঞানিক ভাবে বিড়ালের লোম থেকে কোনরকম রোগের আভাস পাওয়া যায় নি। কিন্তু যেহেতু বিড়াল সবসময় তাদের লোম চাটতে থাকে তাদের লালা থেকে যায় তাদের লোমে। সেখান থেকে কিছু রোগ হতে পারে।

আবার অনেকের এলার্জির সমস্যা থাকে। বিড়ালের লোম থেকে তাদের এলার্জির সমস্যা হয়। মাঝেমাঝে তা মারাত্মক আকার ধারণ করে।

অনেক সময় দেখা যায় একজন মানুষ কখনো কোনরকম এলার্জির সমস্যা ফেইস করে নি। আবার বেশ কিছু বছর যাবত সে বিড়াল পালন করে কিন্তু কখনো কোন এলার্জির সমস্যাতে পরে নি। অথচ হঠাৎ করে তার মারাত্মক এলার্জির সমস্যা হচ্ছে ।

এটার কারণ বিড়ালের লোম থেকে অনেকের এলার্জি হুট করেও শুরু হয়। আসলে কখন এলার্জি কি হতে শুরু হবে বলা যায় না। এজন্য পরিবারের নতুন সদস্য আনার পূর্বে কিংবা হঠাত করে হাঁচি জ্বর আসা শুরু হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া জরুরী। 

বিড়াল থেকে হওয়া মানুষের কিছু রোগ

বিড়ালের লোমে উপস্থিত প্রটিন থাকে যার নাম হচ্ছে Fel D 1 । এই প্রটিন টা হালকা স্টিকি হওয়ায় লোমগুলো মানুষের সংস্পর্শে আসলে শরীরের সাথে লেগে থাকে যার ফলে লোম মানুষের ইমিউন সিস্টেমের সাথে সংস্পর্শে আসার পর তারা এট্যাকিং মুডে চলে যায়।তখন মানুষ নানাবিধ সমস্যা'র সম্মুখীন হয় । 

যাদের তেমন এলার্জি নেই তারা হয়ত কিছুই অনুভব করে না। কেউ কেউ সাধারণ হাঁচি কাশি দিয়ে থাকে আবার এই একই জিনিস কিছু মানুষের জন্য হয় মরণব্যাধি। কারোর যদি মারাত্মক এলার্জি থেকে থাকে তবে এথেকে অনেকের নিশ্বাস বন্ধ হয়ে শ্বাস নেয়া কষ্টকর হয়ে দাড়ায়।

বিড়ালের লালা থেকে মানুষের আরোও একটি রোগ হয়ে থাকে যার নাম Toxoplasmosis. । এটি সাধারণত স্ট্রে বিড়াল থেকে হয় । অর্থাৎ যে সকল বিড়াল কাঁচা কিংবা পচা মাংস খেয়ে থাকে তাদের থাকে এই রোগ টি হয়ে থাকে। গৃহেপালিত বিড়াল যেহেতু বাহিরে তেমন যায় না ,কাঁচা মাংস খায় না তাই পোষা বিড়ালের থেকে এরকম কোন ঝুঁকি নেই।    

বিড়ালের লোম থেকে বাঁচার উপায় কি? 

এখন হয়ত আপনি কিছুটা চিন্তিত হয়ে পরেছেন। বিড়াল পালার সিদ্ধান্ত নিয়ে থাকলেও দ্বিধায় পরে

যাচ্ছেন। ভয় পাবার আসলে কোন কারণ নেই। কিছু নিয়ম আর সতর্ক থাকার মাধ্যমে আপনি বিড়াল পালতে পারবেন।

আপনাদের জন্য নিচে কিছু টিপস দেয়া হলোঃ 

১. আপনার আদরের বিড়ালকে অবশ্যই ভালোমানের ক্যাট ফুড খাওয়ানো অনেক জরুরী । কেননা নন ব্রান্ডের বা খারাপ খাবার খাওয়ার ফলেই মূলত বিড়ালের অতিরিক্ত মাত্রায় লোম ঝরে। তাই আমাদের উচিৎ আমাদের আদরের বিড়াল'কে ভালো মানের খাবার দেয়া। 

 

২.বিড়ালের অতিরিক্ত লোম ঝরার আরোও একটি কারণ হল তাদের নিয়মিত গ্রুমিং না করানো। তাদের গোসল করাবেন নিয়মিত এবং অবশ্যই ক্যাট শ্যাম্পু বব্যাবহার করে গোসল করানো উচিৎ। বিড়াল দের লোমকূপ গভীর না হওয়ায় তাদের অতিরিক্ত ক্ষার যুক্ত শ্যাম্পু দিয়ে গোসল করানোর ফলে তাদের লোম ঝরার প্রবণতা বেঁড়ে যায় । 

৩.বিড়ালের লোম প্রতিদিন ব্রাশ করলে তাদের লোম অনেকাংশে কম ঝরবে। যদি লোম আছড়ে দেয়া পছন্দ না করে তবে বিভিন্ন গ্লোভস পাওয়া যায় সেগুলো দিয়েও আদর করার মাধ্যমে তাদের লোম ব্রাশ করতে পারবেন।

৪. বিড়াল কে পরিষ্কার রাখার পাশাপাশি আমাদের নিজেদের ঘর বাড়িও ভালোমতন পরিষ্কার করতে হবে। প্রতিদিন ঘর মুছে পরিষ্কার করলে লোম কম উড়বে। 

৫. বর্তমানে বিভিন্ন রোলার কিনতে পাওয়া যায় কাপড় থেকে লোম সরানর জন্য আপনি তা ব্যাবহার করার মাধ্যমে লোম থেকে মুক্তি পেতে পারেন। 

সর্বশেষে বলা যায় বিড়ালের লোম থেকে এলার্জি জনিত সমস্যা ছাড়া তেমন কোন রোগ হয় না । তাই একটু সচেতনতা অবলম্বন করলে আপনি ও আপনার বিড়াল সুস্থ ও আনন্দময় একটি জীবন উপভোগ করতে পারবেন। 

 

Related Products

Wave Curved Cat Scratcher Board
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
Smartheart Puppy Dog Food Beef Milk 2.7kg
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
3% Off
Ultima Micro Pellet Fish Food Pouch 50gm
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
25% Off

More Blog Articles

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2025 All Rights Reserved