menu logo
amar pet logo
বিড়ালের চোখের সমস্যা ও প্রতিকার

বিড়ালের চোখের সমস্যা ও প্রতিকার

বিড়ালের চোখের বিভিন্ন সমস্যা যেমন conjunctivitis, corneal ulcers এবং retinal atrophy সম্পর্কে জেনে নিন। প্রাথমিক লক্ষণ দেখলেই দ্রুত ভেটের পরামর্শ নিতে হবে। সঠিক যত্ন ও চিকিৎসা বিড়ালের চোখের সুস্থতার জন্য অপরিহার্য।

user-profile

Tanvir Chowdhury

Oct 23, 2024

বিড়ালদের চোখের সমস্যা অনেক কমন একটা রোগ। স্ট্রে বিড়াল'দের দেখা যায় প্রায় সময়েই তাদের চোখে কোন না কোন ক্ষত রয়েছে। ব্যাকটেরিয়াজনিত বা আঘাত পেয়ে বিড়াল বেশি চোখের সমস্যায় ভুগে। বেশিরভাগ বিড়ালের চোখের সমস্যা বাহ্যিক ভাবে বোঝা যায়না।

এছাড়াও বিড়ালের একটা অভ্যাস আছে তারা তাদের রোগ সম্পর্কে তেমন বেশি সচেতন না কিংবা বলা যায় যে তারা তাদের  রোগ লুকাতে পছন্দ করে। বিড়ালের চোখের যে রোগ গুলো হয় তা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তা নিজে নিজে বা আমি আপনি সারাতে পারবো না।

এক্ষেত্রে আমাদের ভেটেনারির কাছে নিয়ে যেতে হবে। এবং সঠিক পরিচর্যা ও যত্নের মাধ্যমে তাদের এই রোগ দূর করা সম্ভব। বিড়ালের চোখের রোগ সারানোর জন্য বর্তমানে বিভিন্ন ধরনের আই ড্রপ, মেডিসিন, ক্ষত বেশি হলে সার্জিও করানোর মাধ্যমে তাদের চোখ সারিয়ে তোলা সম্ভব।

বিড়ালদের চোখের কিছু কমন রোগ

বিড়াল'দের বিভিন্ন ধরনের চোখের সমস্যা হয়ে থাকে তারপরেও ওদের কিছু রোগ আছে যা সচারচর'ই দেখা যায় ও অনেক কমন।চলুন জেনে নেই বিড়ালের চোখের কিছু কমন রোগ সম্পর্কেঃ 

চোখের ইনফেকশনঃ  বিড়ালের চোখের রোগ গুলির মধ্যে সব থেকে বেশি যে রোগ হয় তার মূল কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশনের এর মাধ্যমে তাদের চোখ আক্রান্ত হওয়া। বিড়ালের ইনফেকশনের মাধ্যমে যে কমন রোগ গুলো হয় তাদের মধ্যে কিছু হলো conjunctivitis, keratitis, corneal ulcers, and retinal atrophy. এধরনের কোন ইনফেকশনের দেখা দেয়া মাত্রই আপনার আদরের বিড়াল'কে ভেটের কাছে নিয়ে যাবেন। কেননা চোখের এই রোগ গুলো অত্যন্ত মারাত্মক ও মাঝে মাঝে ছোঁয়াচেও হয়ে থাকে। 

 

বিড়ালের প্রয়োজনীয় সকল কিছু পাচ্ছেন www.amarpet.com - এ। 

Conjunctivitis/Pink Eye in Cats:

এটাকে ঠিক রোগ বলা যায় না বরং এটা একটা রোগের লক্ষ্মণ বলা যেতে পারে। conjunctivitis হলো মূলত চোখের কর্নারের সেল গুলো ভেঙে যাওয়া কিংবা এফেক্টেড হওয়া। এর ফলে বিড়ালের চোখ হালকা গোলাপি বর্ন ধারণ করে। বিড়ালের অনেক সময় দেখা যায় রোগ যদি বেশি গুরুতর হয়ে উঠে তবে চোখ ফুলে অনেক ছোট হয়ে যায়। কখনো দেখা যায় যে চোখ এটাই ব্যাথা করে যে চোখের মণি একদম দেখাই যায় না। এমন কোন কিছু দেখলে যত দ্রুত সম্ভব আপনার বিড়াল'কে দ্রুত ভেটের কাছে নিয়ে যাবেন। 

Corneal Ulcers

চোখে কোন কিছুর তীব্র আঘাতে মূলত কর্নিয়াল আলসার হয়ে থাকে। অনেক সময় বিড়াল নিজেই নিজের চোখ'কে স্ক্র্যাচ করার মাধ্যমে কিংবা অন্য বিড়ালের সাথে মারামারি করতে গিয়ে গুরুতর আহত হয়েবযায়। এই রোগ হোলে বিড়ালের চোখ দিয়ে পানি ঝরে । অনেক আলো কিংবা এমনিতেই চোখ মিট্মি করতে থাকে। আপনার বিড়াল যদি চোখ মিত মিট করতে থাকে তবে আপনি যত দ্রুত সম্ভব ভেটের কাছে নিয়ে যাবেন 

Retinal Issues in Cats

এই রোগ টি বিড়ালে চোখে হয়ে থাকে মূলত তার উচ্চ রক্তচাপ থাকার ফলে। ঠিকমত যদি রক্ত পাম্প করতে না পারে তখন বিড়ালের এই রোগ হয়ে থাকে। এর ভয়াবহতা মারাত্মক কেনা এর থেকে বিড়ালের কিডনি বিকল পর্যন্ত হয়েমারা যাওয়ার সম্ভবনা থাকে। তাই বিড়ালের ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিড়ালের বছরে একবার চেকাপ ওড়ানো অত্যন্ত জরুরী। 

এই রোগের একমাত্র লক্ষ্মণ হলো বিড়াল চোখে ঝাপসা দেখা শুরু করা। আপনার বিড়াল যদি ঝাপসা দেখা শুরু করে তবে দ্রুত ভেট দেখাবেন । নাহলে পার্মানেনট ভাবে বিড়াল অন্ধ হয়ে যেতে পারে।

লক্ষন

রোগে আক্রান্ত হবার লক্ষনগুলো হল –

১) চোখের চারপাশ লাল হয়ে যাওয়া এবং বারবার চুলকানো।

২) চোখ দিয়ে পানি পড়া।

৩) বেশিরভাগ সময় চোখ বন্ধ করে রাখা।

8) চোখের কোনে বারবার ময়লা জমা।

৫) চোখের কোনে লাল/হলুদ রঙের ময়লা জমা।

৬) হটাৎ করে চোখের রঙ বদলে যাওয়া।

৭) চোখ ঘোলাটে হয়ে যাওয়া।

৮) চোখের আকার পরিবর্তন হওয়া।

৯) চোখের মণির ওপর আলগা পর্দা পড়া।

 বিড়ালের চোখের যত্ন

আমরা আমাদের বিড়ালের চোখের যত্নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারিঃ 

১। বিড়ালের চোখ যেহেতু অনেক সেন্সিটিভ আমরা আমাদের আদরের বিড়াল'কে যেকোনো ধারালো বস্তু তাদের খেলনা হিসেবে দেয়া থেকে বিরত থাকব। 

২। বিড়ালের নাগালের বাহিরের সকল মেডিসিন, ছুড়ি, দা-বটি রাখবো 

৩। বিড়ালের চোখের কোনায় জমে থাকা ময়লা প্রতিদিন পরিষ্কার করার চেষ্টা করবো। 

৪। বিড়ালের চোখ দিয়ে যদি অনবরত পানি ঝড়তে থাকে তবে যত দ্রুত সম্ভব ভেটের পরামর্শ নিব। 

৫। বিড়াল চোখে আঘাত পেলে ভেটের কাছে নিয়ে যাওয়া উচিৎ। কেননা অনেকসময় বাহ্যিক ভাবে হয়তো কত্তা আঘাত পেয়েছে তা বুঝা সম্ভব হয়ে উঠে না। 

৬। বেশি লোমওয়ালা জাতের বিড়ালের চোখের উপর লোম এসে পড়লে তা চোখের ভেতর ঢুকে যায় এবং দৃষ্টিতে সমস্যা হয় তাই নিয়মিত লোম trimming / ছাটাই করে দিতে হবে।

৭। বিড়ালকে কোনো চোখা খেলনা দিয়ে খেলতে দেওয়া যাবে না, চোখে লেগে দুর্ঘটনা ঘটতে পারে।

৮। গোসলের সময় চোখে লাগলে জ্বলবে এমন শ্যাম্পু ব্যাবহার করা যাবে না । বিড়ালের জন্য Cat Shampoo ব্যাবহার করতে হবে।

এভাবে যত্ন নিলে চোখের রোগ কম হবে। কিন্তু অনেক সময় চোখ ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়। এর কারনে অথবা বিভিন্ন রোগের আক্রমনে চোখ অন্ধও হয়ে যেতে পারে।আপনার বিড়াল চোখে আঘাত পেলে কিংবা যদি দেখেন বিড়ালের দেখতে অসুবিধা হচ্ছে তবে অপেক্ষা না করে দ্রুত ভেটের কাছে নিয়ে যাওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। 

Related Products

Cat Stick Teaser Toy Butterfly
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
inactive-wishlist-icon
Cute Cat Collar With Bell
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
inactive-wishlist-icon

More Blog Articles

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2025 All Rights Reserved